শেষ আপডেট: 4th April 2024 21:17
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে শনিবার মোহনবাগান ও পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ফাঁকা স্টেডিয়ামে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ১০ এপ্রিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পাঞ্জাবের ম্যাচও হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
এমনিতেই মোহনবাগান খেতাবী লড়াইয়ে রয়েছে। তারা লিগ-শিল্ড পাবে কিনা, সেটি নির্ভর করছে বাকি ম্যাচগুলির ওপর। সবুজ মেরুন সমর্থকরা অনেকেই চাইবেন মাঠে থেকে প্রিয় দলকে উৎসাহিত করতে। কিন্তু পাঞ্জাব দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে হবে।
???? CLUB STATEMENT ????
— Punjab FC (@RGPunjabFC) April 4, 2024
Due to unforeseen circumstances, the upcoming two home matches of Punjab FC will be played behind closed doors. No spectators will be allowed for both the matches.#PFC pic.twitter.com/e7wylcU5W1
এদিন এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ এপ্রিলের মধ্যে দিল্লির মাঠে ফায়ার সেফটি নিয়মের কারণে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে হবে। কারণ দর্শকদের নিরাপত্তার বিষয় রয়েছে। খেলা দেওয়া হয়েছে বিকাল পাঁচটা থেকে।
ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি-র মধ্যে ম্যাচটিও দর্শকহীন অবস্থায় খেলাতে হবে। ওই একই কারণে ম্যাচে লাল হলুদ ও পাঞ্জাবের দর্শকরা থাকতে পারবেন না।