চেতেশ্বর পূজারা
শেষ আপডেট: 13th March 2025 16:09
দ্য ওয়াল ব্যুরো: তিনি দলে থাকলে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে বর্ডার-গাভাসকার ট্রফি (BGT) হারার বদলে জিতে ফিরত টিম ইন্ডিয়া (India)। একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)।
ভারতীয় দলের বিশ্বস্ত সৈনিক হিসেবে পূজারা দীর্ঘদিন টেস্ট দলের মিডল অর্ডারে নেমেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি দলের বাইরে। তাঁকে শেষ জাতীয় দলের জার্সি গায়ে লাল বলের ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল দু’বছর আগে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। অস্ট্রেলিয়া সফরে দলে সুযোগ না পেলেও তিনি অস্ট্রেলিয়া যান ধারভাষ্যকার হিসেবে। তারপর কবে দলে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কি না, সে বিষয়ে কোনও জল্পনা বা সংকেত সামনে আসেনি।
কিন্তু কামব্যাক নিয়ে এখনও যথেষ্ট আশাবাদী পূজারা। বলেছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে জাতীয় দলের হয়ে খেলতে চাই। আর সেটা করার জন্য, সাফল্য অর্জনের লক্ষ্যে সবকিছু করতে পারি। যদি দলের আমাকে প্রয়োজন হয়, তাহলে আমি তৈরি। গত দু’বছর ধরে প্রচুর ঘরোয়া ও কাউন্টি ক্রিকেট খেলেছি। রানও করেছি। তাই সুযোগ দেওয়া হলে আমি তা দু’হাতে গ্রহণ করতে প্রস্তুত।‘
এরপরই জোর গলায় দাবি করেন, ‘অবশ্যই আত্মবিশ্বাসী আমি। যদি আমায় দলে নেওয়া হত তাহলে আমরা বর্ডার-গাভাসকার ট্রফি জয়ের হ্যাটট্রিক করেই দেশে ফিরতাম। এটা কোনওভাবে অস্বীকার করতে পারব না।‘
আসন্ন ইংল্যান্ড সফর টিম ইন্ডিয়ার জন্য কঠিন পরীক্ষা। মেনে নিচ্ছেন পূজারা। তিনি নিজে সুযোগ পাবেন কি না জানা নেই। তবে তুলনায় ‘দুর্বল’ ইংল্যান্ড টিমের মুখোমুখি হলে সেটা বড় অ্যাডভান্টেজ হতে পারে ভারতের পক্ষে। দাবি পূজারার। বলেন, ‘এই দলের অনেক ভাল ও বড় সুযোগ রয়েছে। ইংল্যান্ডের বোলিং লাইন আপের দিকে তাকালেই বুঝবেন, অ্যান্ডারসনের অবসরের পর এবং স্টুয়ার্ট ব্রড প্রথম একাদশে জায়গা না পাওয়ার কারণে তা দুর্বল হয়ে পড়েছে।‘