শেষ আপডেট: 17th October 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: আর এক দিনের অপেক্ষা। শুরু হচ্ছে প্রো কবাডি লীগ। এটা এই লীগের ১১ তম বছর। ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই লীগের জন্য এবার আরও ভাল দল বানিয়েছে 'বেঙ্গল ওয়ারিয়র্স'।
কলকাতার এই টিমকে এবার কোচিং করাতে চলেছেন প্রশান্ত সুরভে। তিনি সিজন ৯ থেকে এই দলের সঙ্গে আছেন এবং সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এবার তাঁকে হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই দলের অধিনায়ক হতে চলেছেন ইরানি খেলোয়াড় ফাইজল আটরাচালি। সম্প্রতি নিলামে তাঁকে ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছে 'বেঙ্গল ওয়ারিয়র্স'।
অন্যান্য কিছু দলের মতো 'বেঙ্গল ওয়ারিয়র্স' তাদের মূল টিমকে ধরে রাখতে পেরেছে। তাদের অন্যতম সেরা খেলোয়াড়রা হলেন নীতিন কুমার, মানিন্দার সিং। এই মানিন্দারকেও সাম্প্রতিক নিলামে কিনেছে বাংলা। বাকি একাধিক যুব খেলোয়াড়ের প্রতিই ভরসা রেখেছে তাঁরা।
বেঙ্গল ওয়ারিয়র্সের স্কোয়াড - ২০২৪
রেডার্স - বিশ্বাস এস, নীতিন কুমার, মহারুদ্র গার্জে, সুশীল কাম্ব্রেকার, মানিন্দার সিং, চাই মিং চাং, আকাশ বি, অর্জুন রাঠী, প্রণয় রানে।
ডিফেন্ডার - শ্রেয়াস উমবারদন্ত, আদিত্য সিন্ডে, মনজিত, দ্বীপ কুমার, দীপক অর্জুন, যশ মালিক, নীতিশ কুমার, ময়ূর কদম, প্রবীন ঠাকুর, হেমরাজ, সাম্ভাজি ওয়াম্বলে, বৈভব গার্জে এবং ফাইজল আটরাচালি।
অল-রাউন্ডার - সাগর কুমার।
কবে কার বিরুদ্ধে খেলবে বেঙ্গল ওয়ারিয়র্স?
২০ অক্টোবর প্রথম নামবে বাংলা। তাঁদের খেলা জয়পুর পিঙ্ক প্যান্থারসের বিরুদ্ধে। এরপর তাঁরা খেলবে ইউপি যোদ্ধাসের বিরুদ্ধে, ২৪ তারিখ। ২৬ তারিখ ইউ মুম্বা, ২৯ তারিখ পুনেরি পালটান এবং ৩ নভেম্বর হরিয়ানা স্টিলারসের বিরুদ্ধে খেলা বাংলার। সবকটি ম্যাচ হবে হায়দরাবাদে।