সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রীতি ও বৈভবের আলিঙ্গন। সেই ভাইরাল ভিডিওতে দেখা যায়, বৈভবের সঙ্গে কথা বলতে বলেই তাকে জড়িয়ে ধরেছেন প্রীতি।
ছবি-গুগল
শেষ আপডেট: 20 May 2025 15:13
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব কিংসের অভিনেত্রী-মালকিন প্রীতি জিন্টার (Preity Zinta) সঙ্গে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) 'বিকৃত' ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল সমালোচনা। বিভিন্ন সংবাদমাধ্যমেও ঘটা করে সেই ছবি দেখানো হয়। অনেকদূর জল গড়াতেই অবশেষে মুখ খুললেন প্রীতি। এক্স হ্যান্ডেলে জানালেন সত্যিটা।
গত সোমবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে মাঠে নেমেছিল পাঞ্জাব কিংস। ১০ রানে জয় পায় পাঞ্জাব। ম্যাচ শেষ হওয়ার পর বৈভবের সঙ্গে কথা বলেন প্রীতি জিন্টা। রাজস্থান রয়্যালসের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, রাজস্থানের ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন প্রীতি। এরপর শশাঙ্ক সিংয়ের কাছে বৈভবের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। হাসিমুখে বৈভবের দিকে এগিয়ে যান প্রীতি। তার সঙ্গে হাত মেলান। কিছুক্ষণ কথাও হয় দুজনের।
এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রীতি ও বৈভবের আলিঙ্গন। সেই ভাইরাল ভিডিওতে দেখা যায়, বৈভবের সঙ্গে কথা বলতে বলেই তাকে জড়িয়ে ধরেছেন প্রীতি। অভিযোগ, এই ভিডিওটি বিকৃত করা হয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে প্রীতি লিখেছেন, 'এটা একটা বিকৃত ছবি এবং ভুয়ো খবর। আমি অবাক হচ্ছি যে কীভাবে সংবাদমাধ্যম গুলি যাচাই না করেই এই ছবি-ভিডিও দেখালেন।'
Flex levels at school: Vaibhav Sooryavanshi 😎💗 pic.twitter.com/IhGvZKzL3R
— Rajasthan Royals (@rajasthanroyals) May 19, 2025
চলতি আইপিএলে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। প্রথম ম্যাচ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১৪ বছরের তরুণ ক্রিকেটার। গত ১৯ এপ্রিল লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে প্রথমবার আইপিএলে ব্যাট হাতে নেমেছিল বৈভব। ১৪ বলে ৩৪ রান করে আউট হয়ে গিয়েছিল। ডাগ আউটে ফেরার সময় তার চোখে জল, সেই মুহূর্তের দৃশ্য ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এক মাস পর জানা গিয়েছিল আসল কারণ। বৈভব জানায়, 'আমার চোখ ব্যথা করছিল সেদিন। আউট হওয়ার পর বড় স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। চড়া আলোয় চোখ ধাঁধিয়ে গিয়েছিল।'
দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি করে ফেলে বৈভব। সঞ্জু স্যামসনের বিকল্প হিসেবে খেলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রান করে নাবালক খেলোয়াড়। তাকে নিয়ে বিতর্কও প্রচুর। যদিও চলতি মরশুমে প্লে অফ থেকে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। অন্যদিকে দশ বছর পর পাঞ্জাব কিংস প্লে অফে পৌঁছেছে। দুটি ম্যাচ বাকি থাকতেই পাকাপাকিভাবে প্রথম চারে জায়গা করে নিয়েছে প্রীতির দল।