Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?মিঠু ছিল খামখেয়ালি, 'আশ্রিতা'র পরও ছবি করতে চেয়েছিল, কিন্তু হল না: রত্না ঘোষালরাতে ভাত খেলেই নাকি ওজন বাড়ে! ডিনার প্লেট থেকে তাকে সরিয়ে দেওয়ার আগে জানুন, সত্যিই কি তাই?
Pranati Nayak World Cup Gymnastics

বিশ্বকাপ জিমনাস্টিক্সে প্রণতি নায়েকের পদক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

প্রণতি অবশ্য বর্তমানে বাংলার নয়, ওড়িশার হয়ে জাতীয় আসরে নামেন। সেটি না ভেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পদক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

বিশ্বকাপ জিমনাস্টিক্সে প্রণতি নায়েকের পদক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

শেষ আপডেট: 18 February 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো: কায়রোতে বিশ্বকাপ জিমনাস্টিক্সে খড়গপুরের মেয়ে প্রণতি নায়েক ব্রোঞ্জ পদক পেয়েছেন। তিনি ভল্ট ইভেন্টে এমন সাফল্য পেলেন। এর আগে ভারতের দীপা কর্মকার একই আসর থেকে অতীতে সোনা নিয়ে এসেছেন। দীপা অবশ্য এবার শেষ করেছেন পঞ্চমস্থানে।

প্রণতি অবশ্য এখনও প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পাননি। তিনি কিছুটা এগোলেন প্যারিসের দিকে। আরও কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে সফল হলেই সেই শিঁকে ছিড়বে।

গত অলিম্পিক্সে প্রণতিকে নিয়ে বিতর্ক হয়েছিল। তিনি সাইতে অনেক সুবিধা পাওয়ার পরেও অলিম্পিক্সে ব্যর্থ হয়েছিলেন। আবারও শূন্য থেকে শুরু করে এমন সাফল্য পেলেন। 

প্রণতি অবশ্য বর্তমানে বাংলার নয়, ওড়িশার হয়ে জাতীয় আসরে নামেন। সেটি না ভেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পদক জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘বাংলার মেয়ে প্রণতি নায়েককে অনেক অভিনন্দন। কায়রোতে জিমন‌্যাস্টিক্স বিশ্বকাপের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য শুভেচ্ছা জানাই। বিশ্ব মঞ্চে তোমার আরও উন্নতি দেখতে চাই আমরা।’

প্রণতির কাছে এখনও লড়াই বাকি। তাঁকে প্যারিসের যোগ্যতা পেতে গেলে আরও তিনটি আসরে ভাল ফল করতে হবে। সেই টুর্নামেন্টগুলি হল, ২২-২৫ ফেব্রুয়ারি জার্মানি, ৭-১০ মার্চ আজারবাইজান ও ১৭-২০ এপ্রিল দোহায় হবে সেই আসর। ভাল ফল করতে পারলেই একমাত্র বাংলার আসল মেয়ে যাবেন অলিম্পিক্সে। গত অলিম্পিক্সে তিনি চূড়ান্ত ব্যর্থ হন।

প্রসঙ্গত, এবার জাতীয় আসরে প্রণতির মোট চারটি সোনা লাভে ওড়িশা সরকার তাঁকে ২৩ লক্ষ টাকা অনুদান দিয়েছে। এমনকী চাকরিরও প্রস্তাব দিয়েছে। 


ভিডিও স্টোরি