শেষ আপডেট: 3rd February 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: দাবায় দুনিয়াসেরা হওয়ার পর প্রথম ধাক্কা খেলেন ডি গুকেশ। হেরে গেলেন টাটা স্টিল চেস মাস্টার্সের ফাইনাল। পরাস্ত হলেন যার হাতে, তিনিও ভারতের। আর প্রজ্ঞানন্দের কাছে সাডেন ডেথে কিস্তিমাত খেলেন গুকেশ।
এ বছর নেদারল্যান্ডসে বসেছিল টাটা স্টিল চেস মাস্টার্সের আসর। গতকাল ১৩ রাউন্ডের লড়াই শেষে মুখোমুখি হন দুই উঠতি দাবাড়ু। দুজনেই ভারতীয়। ফলে ২০০৬ সালে বিশ্বনাথন আনন্দের পর খেতাব যে দেশে ফিরতে চলেছে, তা স্থির হয়ে যায়। কিন্তু শেষ হাসি হাসবেন কে, তাই নিয়ে দেখা দিয়েছিল প্রশ্ন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কালো ঘুঁটি দিয়ে শুরু করেন প্রজ্ঞানন্দ। শুরুতে ছন্দেই ছিলেন। আক্রমণাত্মক ভঙ্গিতে একের পর এক দান দিতে শুরু করেন। কিন্তু খানিক বাদেই গুকেশের প্রত্যাবর্তন হয়। বোড়ে খুইয়েও খেই হারাননি তিনি। ম্যাচ যখন টানটান, দু’পক্ষই লড়ে যাচ্ছে সেয়ানে-সেয়ানে, তখনই ১৫ সেকেন্ড বাকি থাকতে ওপেনিংয়ের সুযোগ আসে গুকেশের সামনে। যার সদ্বব্যবহার করতে ভুল করেননি দুনিয়ার পয়লা নম্বর দাবাড়ু। এবার বোড়ের চালে মারাত্মক ভুল করেন প্রজ্ঞানন্দ। ফল ভুগতে হয় হাতেনাতে। প্রথম টাইব্রেকার জিতে নেন গুকেশ।
দ্বিতীয় টাইব্রেকারে ওপেনিংয়ে সামান্য হলেও বাড়তি সুবিধা সমেত প্রজ্ঞানন্দ সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন। ক্রমে চাপ বাড়ান গুকেশের উপর। প্রথম ব্রেকে সময়শেষের ১৫ সেকেন্ড আগে ভুল করেছিলেন প্রজ্ঞানন্দ। দ্বিতীয় ব্রেকে ১০ সেকেন্ড বাকি থাকতে প্রজ্ঞানন্দের পাতা ফাঁদে পা দেন গুকেশ। শেষমেশ হার মানতে হয় তাঁকে।
দুটি ব্রেকে সমতা থাকায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে। এবার অবশ্য অন্তিম লগ্ন পর্যন্ত খেলা গড়ায়নি। তার আগেই নিজের ভুলে এক অর্থে ম্যাচ প্রজ্ঞানন্দের হাতে তুলে দেন গুকেশ। ফিরে আসার চেষ্টা করলেও লাভ হয়নি। আক্রমণাত্মক মেজাজে সাদা ঘুঁটিতে দান দিতে থাকা প্রজ্ঞানন্দ ছিনিয়ে নেন লড়াই।
ম্যাচ হেরে বিপর্যস্ত দেখায় গুকেশকে। চেয়ারে গা এলিয়ে দেন তিনি। কয়েক সেকেন্ড বাদে ধাতস্থ হয়ে বিজয়ী প্রজ্ঞানন্দের সঙ্গে করমর্দনের পর টেবিল ছাড়েন দু’পক্ষই।