
প্রত্যাঘাত হানতেই ব্যর্থ, চিনের প্রাচীর কিয়ানের কাছে হেরে পদক খোয়ালেন বক্সার পূজা
৭৫ কেজি মিডল ওয়েট বিভাগে পূজা গত দেড় বছর ধরে যথেষ্ট ধারাবাহিক পারফর্ম করে এসেছিলেন। ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম সোনা জিতেছিলেন হরিয়ানার এই মহিলা বক্সার। এমনকি চলতি অলিম্পিকেও ভাল শুরু করেছিলেন। কিন্তু ছয় ফুটের কিয়ানকে হারাতে গেলে যে শক্তি ও টেকনিক দরকার ছিল, সেটি পারেননি পূজা। তাঁর বাউটে কোথায় দুর্বলতা সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিয়ান।
And Pooja Rani's journey at #Tokyo2020 comes to an end. Li Qian takes the third round as well 💔
Scores:#IND 9 8 9 9 9 #CHN 10 10 10 10 10 #TeamIndia #Cheer4India #IND #Olympics #Boxing
— Sportskeeda India (@Sportskeeda) July 31, 2021
যদিও ভারতীয় বক্সিংয়ে পুজার অগ্রগতি মুগ্ধ করেছিল। তিনি যুব অলিম্পিকে এর আগে চতুর্থ হন। দক্ষতা, টেকনিক থাকলেও পুজার অভিজ্ঞতা কম, সেটাই তাঁকে আন্তর্জাতিক মঞ্চে পদক এনে দিতে পারছে না। তাঁর কাট, হুক, জ্যাব সবই ভাল, কিন্তু ম্যাচের কোন সময়ে কোন শট মারা উচিত, সেটি জানেন না বলেই কিয়ানের কাছে পেরে ওঠেননি।
পুরোপুরি আক্রমনাত্মক না হয়ে হিসেব কষে নিজের গেমপ্ল্যান সাজিয়েছিলেন ভারতের নামী বক্সার। বিপক্ষ বক্সারের সঙ্গে দূরত্ব তৈরি করলেও অভিজ্ঞ কিয়ান শুরু থেকেই পুজাকে ঘায়েল করেছেন।