আর অশ্বিন
শেষ আপডেট: 2nd February 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: কমেন্ট্রি বক্সে বসেই শুরু করেছিলেন কেভিন পিটারসন। আর এবার ‘কনকাশন সাবস্টিস্টিউশন’ নিয়ে রীতিমতো চাঁচাছোলা আক্রমণ শানলেন যিনি, তিনি ইংরেজ শিবিরের লোক নন। তাঁর নাম আর অশ্বিন। ভারতের পক্ষ ছেড়ে ইংল্যান্ডের হয়ে দাঁড়িয়ে ভারতের প্রাক্তন অফস্পিনার জানালেন, আহত অলরাউন্ডার শিবম দুবের জায়গায় হর্ষিত রানার পরিবর্তন আদতে ‘কাব্যিক অবিচার’ (পোয়েটিক ইনজাস্টিস)। যার ফল ভুগেছেন জস বাটলাররা। সিরিজ ভারত জিতেছে ঠিকই। কিন্তু এই বিতর্ক না হলেই ভালো হত।
ক্রিকেটের মাঠে ‘কনকাশন সাবস্টিটিউশন’ লাগু হয় ২০১৯ সালে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার খেলা চলাকালীন মাথায় বা ঘাড়ে চোট পেলে তাঁর জায়গায় একই ভূমিকায় খেলা স্কোয়াডে নাম থাকা অন্য খেলোয়াড়কে নামানো যেতে পারে। অর্থাৎ, একজন বোলার আহত হলে আরেক বোলার, অলরাউন্ডার চোট পেলে আরেক অলরাউন্ডারকে খেলানো যেতে পারে। কখনও এই ভূমিকা বদলে অন্য ক্রিকেটারকে নামানো যাবে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে জয়লাভ করেছে ভারত। কিন্তু সেই জেতার আনন্দকে ছাপিয়ে উঠেছে শিবম ও হর্ষিতের রদবদল। এই বিতর্কে এবার মুখ খুলেছেন অশ্বিন। তিনি জানান, এমন সাবস্টিটিউশন ভারত আগেও করেছে। সেটা ক্যানবেরায়। অস্ট্রলিয়ার বিরুদ্ধে। তবে সেবার রবীন্দ্র জাদেজা চোট পেলে তাঁর জায়গায় মাঠে নামেন চাহাল। এই সূত্রেই অশ্বিন যোগ করেন, ‘আপনি একে কাব্যিক বিচার বা কাব্যিক অবিচার বলতে পারেন। আগের বার চাহাল জাদেজার জায়গায় নেমেছিলেন। কিন্তু এবারের বিষয়টা আমি বুঝতে পারছি না। এতে ভারত বা ইংল্যান্ড কারও কোনও ভূমিকা নেই। যদি দলে কেউ না থাকত তাহলে এই সাবস্টিটিউশনের একটা মানে বের করা যেত। কিন্তু শিবমের ‘লাইক-ফর-লাইক’ পরিবর্ত খেলোয়াড় রমণদীপ বাইরেই বসে ছিলেন। তাঁকে ব্যবহার না করে হর্ষিতকে খেলানো আমার বোধের বাইরে।‘
ইংল্যান্ড ও ভারত দু’দলকে ক্লিনশিট দিলেও অশ্বিন গোটা ঘটনার দায়ভার চাপিয়েছেন মাঠের আম্পায়ার ও মাঠের বাইরে বসা ম্যাচ রেফারির উপর। একে দেগে দিয়েছেন ‘ক্রিকেটীয় ভুল গণনা’ হিসেবে। অশ্বিনের দাবি, রমণদীপ সিং, প্রধানত ব্যাটসম্যান, মাঝেমধ্যে বলও করে থাকেন, তিনিই অলরাউন্ডার শিবম দুবের ‘লাইক-ফর-লাইক’ সাবস্টিটিউশন। কখনওই হর্ষিত রানা নন। ‘আমার মনে হয়, দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি দেখা উচিত। আজ ইংল্যান্ড ক্ষতির মুখে পড়ল। আগামি দিনে ভারতও পড়তে পারে।‘—আশঙ্কা অশ্বিনের।
উল্লেখ্য, ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের রঙ একাহাতে বদলে দেন হর্ষিত। রান তাড়া করতে নেমে হর্ষিতের দাপটেই চাপে পড়ে যান বাটলাররা। ফলে ম্যাচ হেরে এই পরিবর্তনকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে সুর চড়িয়েছিল ইংল্যান্ড খেলোয়াড় ও সমর্থকেরা। এবার সেই পালেই হাওয়া দিলেন বিরোধী শিবিরের অশ্বিন।