বাবর আজম ও বিরাট কোহলি
শেষ আপডেট: 23 February 2025 12:42
দ্য ওয়াল ব্যুরো: তাঁকে আউট করে হার্দিক পান্ডিয়া ‘বাই বাই’ দেখিয়েছেন। কিন্তু বাবর আজমের সঙ্গে সৌহার্দ্যের সম্পর্ক তুলে ধরলেন বিরাট কোহলি।
দুই পড়শি দেশের ক্রিকেট টিমের তারকা ক্রিকেটার বিরাট ও বাবর। দুজনের মধ্যে সেরা কে, তাই নিয়ে প্রায়শই পাকিস্তান-ভারতের সমর্থকদের মধ্যে বাদানুবাদ লেগেই থাকে। একদল বিরাটের হয়ে ব্যাট ধরে তো অন্যদল বাবরের হয়ে গলা ফাটায়।
ইদানীং যদিও দুজনের কারও সময়ই ভাল যাচ্ছে না। দীর্ঘদিন ধরে রানের খরা বিরাটের। অন্যদিকে ২০২৩ সালে শেষ ওয়ান ডে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাবর আজম। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও ৯০ বলের ৬৪ রানের শ্লথ ইনিংস সমর্থকদের মোটেও খশি করেনি। উপরন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ হেরে যায় পাকিস্তান।
এই আবহেই আজ মাঠে ব্যাট করতে নামেন বাবর। ওপেনিং তাঁর পছন্দের পজিশন না হলেও চোটের কারণে বাদ পড়া ওপেনার সাইম আয়ুবের জায়গায় ইনিংসের গোড়াতেই নামতে হয়েছে তাঁকে।
ঠিক তখনই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দেখা যায় বাবরের দিকে এগিয়ে আসছেন কোহলি। দুজনে অল্প কিছুক্ষণ কথা বলেন। তারপর বাবরের পিঠ চাপড়ে বিরাট সামনে এগিয়ে যান।
এই ছবি ভাইরাল সামনে আসতেই দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ‘আজকের ছবি’, ‘আজকের সেরা ছবি’—কাপশন সমেত অনেকে তা শেয়ার করতে থাকেন।
অন্যদিকে ম্যাচের ফল যাই হোক না কেন, টসে হেরে আজ নয়া কীর্তি স্থাপন করলেন রোহিত শর্মা। এই নিয়ে টানা ১২ বার টসে হারল ভারত। যার মধ্যে ন’বার রোহিতের অধিনায়কত্বে আর তিনবার লোকেশ রাহুলের নেতৃত্বে ম্যাচে নেমেছে টিম ইন্ডিয়া। এর আগে এই অদ্ভুত নজির ছিল নেদারল্যান্ডসের দখলে। একটানা ১১ ম্যাচে টসে হেরেছিল ডাচেরা।