শেষ আপডেট: 25th January 2025 19:58
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশনে যে ক্রিকেটারকে নেওয়ার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জলের মতো টাকা খরচ করেছিল, চলতি ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজে তাঁর ব্যাটে রানের খরা অব্যাহত। আজ্ঞে হ্যাঁ, ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা ওপেনার ফিল সল্টের কথাই এখানে বলা হচ্ছে। গত বছর কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য ছিল। কিন্তু, সল্টের বর্তমান ফর্ম দেখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টের কার্যত মাথায় হাত উঠে গিয়েছে। ১০ ওভার শেষে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে।
প্রসঙ্গত, শনিবার (২৫ জানুয়ারি) চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-২০ ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে সল্ট আরও একবার ফ্লপ ব্যাটিং করলেন। মাত্র ৪ রান করেই তাঁকে প্যাভলিয়নে ফিরতে হয়। আর্শদীপ সিং আরও একবার এই ইংরেজ ব্যাটারকে পরাস্ত করেছেন।
আরসিবি-র নয়া তারকা ফিল সল্ট ভারতের মাটিতে একেবারে রান করতে পারছেন না। প্রথম টি-২০ ম্য়াচে তো রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর চিপক স্টেডিয়ামেও এই ইংরেজ উইকেটকিপার-ব্যাটার বিশেষ নজর কাড়তে পারছেন না। টানা দ্বিতীয়বার আর্শদীপের হাতে শিকার হলেন ফিল সল্ট। ওভারের শুরুতে একটা বাউন্ডারি হাঁকিয়ে তিনি আর্শদীপকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু, ওভারের চতুর্থ বলে তিনি আরও একবার বড় শট খেলতে যান। কিন্তু, ওয়াশিংটন সুন্দরের হাতে সহজ ক্যাচ দিয়ে তাঁকে ফিরতে হয়েছে। আর্শদীপের শর্ট পিচ ডেলিভারিতে পুল মারতে গিয়েই তিনি ভুলটা করে বসেন।
২০২৫ আইপিএল মেগা অকশনে এই ফিল সল্টের জন্যই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কার্যত জলের মতো টাকা খরচ করেছিল। সল্টকে তারা দলে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বেশ অনেকক্ষণ দড়ি টানাটানি করে। গত আইপিএল মরশুমে সল্ট নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। গত আইপিএল মরশুমে সল্ট ১২ ম্যাচে ১৮২-র স্ট্রাইক রেটে মোট ৪৩৫ রান করেছিলেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে চারটে হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছিল।