ফাইল চিত্র
শেষ আপডেট: 23rd February 2025 14:49
দ্য ওয়াল ব্যুরো: মাঠের লড়াই যতই উত্তুঙ্গ হোক না কেন, মাঠের বাইরে ভারতের (India) সঙ্গে দ্বিপাক্ষিক মৈত্রীর এক অনন্য নজির তৈরি করল পাকিস্তান (Pakistan)। করাচির জেলে আটকে থাকা ২২ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতে পাঠাল তারা। গতকাল সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান মহসিন নাকভি (Mohsin Naqvi)। যিনি পড়শি মুলুকের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে।
ইতিমধ্যে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে নেমে পড়েছে দুই প্রতিবেশী দেশের ২২ জন ক্রিকেটার। যদিও তার ২৪ ঘণ্টা আগে লড়াই নয়, সংঘর্ষ নয়, বরং, বন্ধুতার স্পর্শে মুখে হাসি ফুটল ২২ জন ভারতীয় ধীবরের। অবৈধভাবে সীমা উল্লঙ্ঘনের অভিযোগে যাঁদের আটক করেছিল পাকিস্তানি নৌ-বিভাগ। তারপর তাদের চালান করা হয় করাচির মালির জেলে।
গোটা বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় গত মাসে। যখন জানা যায়, পাকিস্তানের জেলে বন্দি থাকাকালীন এক ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যমে প্রাকশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির হাজতবাসের সময়সীমা পেরিয়ে গেছিল এবং তিনি ভারতীয় নাগরিকত্বের সমস্ত প্রমাণ যথাযথভাবে দাখিল করেছিলেন। তবুও তাঁকে মুক্তি না দিয়ে অবৈধভাবে আটকে রাখে জেল কর্তৃপক্ষ আর ২২ জানুয়ারি জেলেই মারা যান তিনি।
ওই প্রতিবেদন আরও চাঞ্চল্য ছড়িয়ে দাবি করে, এই প্রথম নয়। গত দু’বছরে নাকি সাকুল্যে আটজন ধীরব পাকিস্তানের একাধিক জেলে প্রাণ হারিয়েছেন। আর এখনও ১৮০ জন ভারতীয় জেলেকে অন্যায়ভাবে আটকে রেখেছে পাকিস্তান সরকার। যা নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একাধিকবার গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
গতকাল যদিও এই সামগ্রিক বিষয়ে কোনও মন্তব্য করেননি পিসিবি-র নির্বাচক মণ্ডলীর প্রধান মহসিন নাকভি। বদলে তিনি জানিয়েছেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা ২২ জন জেলেকে মুক্তি দিয়েছি।‘ বাকিদের কবে রেহাই মিলবে, সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, আজকে ভারতের বিরুদ্ধে লড়াই পাকিস্তানের কাছে ‘ডু অর ডাই’ ম্যাচ। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় কার্যত নিশ্চিত। সেই আবহে গতকাল টিমের ট্রেনিং সেশনে উপস্থিত হন নাকভি। খেলোয়াদের সঙ্গে বৈঠক করেন। তাঁদের মনোবল আরও চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যান। পাশাপাশি মনে করান, ভারতকে যে কোনও মূল্যে আজ হারাতেই হবে!