শেষ আপডেট: 9th April 2025 00:13
দ্য ওয়াল ব্যুরো: মরসুমে মুল্লানপুরে প্রথম জয় পেল পাঞ্জাব কিংস। থামল ঘরের মাঠের জয়-খরা। প্রিয়াংশ আর্যর দুরন্ত সেঞ্চুরি আর শেষে ঠান্ডা মাথার বোলিং—সব মিলিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৮ রানে জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব। এই মরসুমে দারুণ সূচনা করেও হোম ম্যাচে ফিরে হোঁচট খেয়েছিল পাঞ্জাব। রাজস্থানের কাছে হার আরও চাপ বাড়িয়েছিল। কিন্তু এই ম্যাচে প্রথমে ব্যাট করে তারা বোর্ডে তুলে দেয় ২২০ রানের বিশাল লক্ষ্য—মুল্লানপুরে যা দ্বিতীয় সর্বোচ্চ।
শেষ ওভারে মাহি ছিলেন ক্রিজে। পাশে জাডেজা। টার্গেট? ২৮ রান। স্বপ্ন তখনও দেখছিল চেন্নাই। কিন্তু যশ ঠাকুরের প্রথম বলেই সেই স্বপ্নভঙ্গ। শর্ট থার্ড ম্যানের দিকে মারতে গিয়ে ধরা পড়লেন ধোনি। চাহালের হাতে পড়ল ক্যাচ—যদিও সহজে নয়, তবু ততক্ষণে গল্পটা অন্যদিকে মোড় নিয়েছে।
চেন্নাইয়ের জবাব শুরুটা ভালই ছিল। রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের ওপেনিং জুটি এনে দেয় ৬১ রান। এরপর মাঝপথে কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। কিন্তু শিবম দুবে ও কনওয়ের জুটি ফের আশার আলো দেখায়। কনওয়ে ৪৯ বলে ৬৯ করে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন। আর সেই সময়েই মাঠে নামেন ধোনি। ১২ বলে ২৭ রানের ধুন্ধুমার ইনিংস। ধোনির একাধিক ক্লাসিক শট, সঙ্গে মিসড ক্যাচ—গ্যালারিতে উন্মাদনা ছিল তুঙ্গে। জাডেজার সঙ্গে তার জুটি ম্যাচে ফিরিয়েও দিয়েছিল চেন্নাইকে।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৮ রান। প্রথম বলেই ধোনি ফেরায় চাপ বাড়ে। ফ্রি-হিটে নো বল, জাডেজার ছয়—ম্যাচ ফিরে আসে উত্তেজনায়। কিন্তু শেষ পর্যন্ত ৪ বলে ২১ রানের লক্ষ্য ধরা যায়নি। চেন্নাইয়ের এটা টানা চতুর্থ হার। অন্যদিকে, শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ঘরের মাঠে অবশেষে স্বস্তির জয় পেল পাঞ্জাব কিংস। মুল্লানপুরের পরিসংখ্যান হয়তো বদলাতে শুরু করেছে।