শেষ আপডেট: 9th September 2024 14:59
দ্য ওয়াল ব্যুরো: শারীরিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে দেশ তথা বিশ্ববাসীকে রীতিমতো চমকে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের তিরন্দাজ শীতল দেবী। দু'টি হাত ছাড়াই প্যারালিম্পিক্সে তাবড় খেলোয়াড়দের কড়া চ্যালেঞ্জের মুখোমুখি এনে দাঁড় করান তিনি। তাঁর এই দুরন্ত সাফল্যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক নয়া দিগন্ত খুলে গিয়েছে। তাই শীতলের দেখানো পথেই এবার নিজের জীবন বাজি রেখে নতুন আলোর সন্ধানে নামছে উপত্যকার আরও এক কিশোরী।
ইতিমধ্যে বিশেষভাবে সক্ষম বছর তেরোর কিশোরী পায়েল নাগের তিরন্দাজির অনুশীলনের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর ভিডিও সামনে আসতেই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তাঁদের মতে, আগামীদিনে দেশ আরও এক শীতল দেবীকে পেতে চলেছেন।
জানা গেছে, পায়েলের ভাইরাল ভিডিওটি জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার অঞ্চলের লৌহধর গ্রামের। ভিডিওতে তার তিরন্দাজির অনুশীলন দেখে চোখ কপালে ওঠার জোগাড় বিশ্ববাসীর। হাত-পা না থাকলেও, কৃত্রিম পায়ের সাহায্যেই তাঁর লক্ষ্যভেদের ক্যারিশ্মায় বুঁদ সমস্ত বয়সের মানুষজন।
শীতলের মতোই ওই কিশোরীকে প্রশিক্ষণ দিচ্ছেন কোচ কুলদীপ বেদওয়ান। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রশিক্ষক বেদওয়ানের নির্দেশমতো লক্ষ্যভেদের নিশানায় অটল বছর তেরোর ওই কিশোরী।
প্যারিসে সদ্য সমাপ্ত অলিম্পিক্সে অসাধারণ সাফল্যের জন্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সেনসেশন হয়ে উঠেছেন শীতল দেবী। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও শুধুমাত্র পা ও মুখের সাহায্যে এই অসাধ্যসাধন দেখে রীতিমতো তাক লাগিয়েছেন উপত্যকার শীতল। রাকেশ কুমারের সঙ্গে জুটি বেঁধে দেশকে ব্রোঞ্জ উপহার দিয়েছেন উপত্যকার সাহসিনী। এই মুহূর্তে বিশ্বে দুই হাতহীন তিরন্দাজ শীতলই।
তবে শুধু শীতল একাই সেরা নন, তাঁর প্রশিক্ষক বেদওয়ানের অবদানও কোনও অংশে কম নয়। তাই শীতলের পরেও উপত্যকায় 'নয়া মিশনে' ব্যস্ত তিনি।