শেষ আপডেট: 5th February 2025 11:13
দ্য ওয়াল ব্যুরো : হাতে বাকি আর মাত্র ২ সপ্তাহ। তারপরই শুরু হচ্ছে মহাযুদ্ধ। ওয়ানডে বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপের পাশাপাশি আইসিসি-র অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। প্রসঙ্গত, ২০২৩ সালে অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের খেতাব জয় করেছিল। আর ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের খেতাব জিতেছিল ভারত। কিন্তু, ২০২৫ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুটো দলের মধ্যে কেউই ফেভারিট নয়। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া প্রত্যেকটা ম্য়াচই দুবাইয়ে খেলবে। বাকি ম্য়াচগুলো পাকিস্তানে খেলা হবে। যদিও অস্ট্রেলিয়াকে কখনই হালকাভাবে নেওয়া উচিত হবে না।
তবে এই টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স একটি টেলিভিশন কমার্শিয়ালের মাধ্যমে তাঁর প্রতিপক্ষদের কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। এই বিজ্ঞাপনে দেখতে পাওয়া যাচ্ছে, টুর্নামেন্ট শুরুর আগে বিপক্ষ দলকে কীভাবে স্লেজিং করা যায়, সেটাই আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করছেন তিনি। আর টার্গেট করেছেন বেন স্টোকস, অলি পোপ এবং বিরাট কোহলির মতো ক্রিকেটারদের। বিরাটের উদ্দেশে কামিন্স বলেন, 'আগে কখনও তোমাকে এত স্লো ব্যাট করতে দেখিনি।'
We've got another Pat Cummins Hall of Fame performance!!! ????pic.twitter.com/AE5614vgyc https://t.co/U1CE8ubDHk
— aman (@bilateral_bully) February 4, 2025
তবে শোনা যাচ্ছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি প্যাট কামিন্স খেলতেই পারবেন না। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসি-র এই মেগা ইভেন্ট শুরু হচ্ছে। তার আগেই অস্ট্রেলিয়া শিবিরে এই দুঃসংবাদ কার্যত সুনামির মতো আছড়ে পড়েছে।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, 'প্যাট কামিন্স এখনও পর্যন্ত বোলিং শুরু করতে পারেননি। সেকারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওর খেলা কার্যত অসম্ভব। আমাদের আরও একজন অধিনায়ক খুঁজতে হবে।' অজি হেড কোচের কথায়, প্যাট কামিন্সের চোট এখনও সম্পূর্ণ সারেনি। সেকারণেই তিনি এখনও বল করতে পারছেন না।
প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই সিরিজেও খেলছেন না প্যাট কামিন্স। কামিন্সের পরিবর্তে এই সিরিজে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন। যদিও দ্বিতীয় সন্তান জন্মগ্রহণের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টেস্ট সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন কামিন্স।