শেষ আপডেট: 2nd September 2024 18:15
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারালিম্পিক্সে দুর্দান্ত পারফরম্যান্স করছেন ভারতীয় অ্যাথলিটরা। ঝুলিতে আসছে একের পর এক পদক। সোমবার (২ সেপ্টেম্বর) এই টুর্নামেন্ট থেকে আরও একটি খুশির খবর এসেছে। পুরুষদের সিঙ্গলস ব্যাডমিন্টন এসএল-৩ ইভেন্টে সোনার পদক জয় করলেন ভারতীয় শাটলার নীতেশ কুমার। এই খবরে গোটা দেশজুড়ে খুশির জোয়ার বইতে শুরু করেছে।
প্রসঙ্গত, নীতেশ রাজস্থানে জন্মগ্রহণ করেন। আইআইটি-তে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। কিন্তু, ২০০৯ সালে তিনি একটি মারাত্মক ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন। এই দুর্ঘটনা তাঁর একটি পা কেড়ে নিয়েছে। এরপর বেশ কয়েকমাস তিনি শয্যাশায়ী থাকেন। কিন্তু, কোনও প্রতিবন্ধকতাই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। অবশেষে নীতেশের হাত ধরে চলতি প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনার পদক জয় করে ভারত।
এখনও পর্যন্ত চলতি প্যারিস প্যারালিম্পিক্সে ৯ পদক জয় করেছে টিম ইন্ডিয়া। ফাইনাল ম্যাচে নীতেশ গ্রেট ব্রিটেনের শাটলার ড্যানিয়েল বেথলের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। তাঁদের মধ্যে কাঁটায়-কাঁটায় লড়াই দেখতে পাওয়া যায়। প্রথম গেমে নীতেশ সহজেই জয়লাভ করেছিলেন। কিন্তু, দ্বিতীয় গেমে দুর্দান্ত কামব্যাক করেন বেথেল। যদিও তৃতীয় গেমে নীতেশ ফের ড্যানিয়েল বেথেলের উপর চাপ তৈরি করেন। আর শেষপর্যন্ত ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনার পদক আসে।
ফাইনাল ম্যাচে নীতেশ কুমার এবং ড্যানিয়েল বেথেলের মধ্যে জমজমাট লড়াই দেখতে পাওয়া যায়। প্রথম গেমে নীতেশ কুমার ২১-১৪ ব্যবধানে জয়লাভ করেন। দ্বিতীয় গেমে একটা সময় দুজন শাটলারই ১৬-১৬ ব্যবধানে পিছিয়ে ছিলেন। কিন্তু, শেষপর্যন্ত কামব্যাক করেন বেথেল এবং ২১-১৮ ব্যবধানে জয়লাভ করেন। তৃতীয় গেমে গ্রেট ব্রিটেনের প্রতিদ্বন্দ্বীকে আর কোনও সুযোগ দেননি নীতেশ। শেষপর্যন্ত ২৩-২১ ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। এই প্রথমবার প্যারালিম্পিক গেমসে সোনার পদক জয় করলেন নীতেশ কুমার।