শেষ আপডেট: 31st July 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো: ভারতকে ফের পদকের স্বপ্ন দেখাচ্ছেন আরও এক শুটার। স্বপ্নিল কুসালে বুধবার থ্রি পজিশন ৫০ মিটার রাইফেল ইভেন্টের ফাইনালে পৌঁছে গেলেন। তিনি ৫৯০ পয়েন্ট স্কোর করেছেন। ৬০টির মধ্যে মোট ৩৮ বার তিনি বুলস আই-তে মেরেছেন।
স্বপ্নিল পারলেও তাঁর সতীর্থ ঐশ্বর্য প্রতাপ সিং তোমার ৫৮৯ পয়েন্ট পেয়ে একাদশতম স্থানে শেষ করেছেন। তিনি ফাইনাল রাউন্ডে ওঠার যোগ্যতা পাননি।
বুধবার রাইফেল ইভেন্টের শুরু থেকেই স্বপ্নিল দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথম দুটি সিরিজে তিনি ৯৯ স্কোর করেছেন একশর মধ্যে। পরের দুটি সিরিজে ৮৯ স্কোর করলেও তিনি যে ফাইনালে যাবেন, সেটি তাঁর আত্মবিশ্বাস দেখেই বোঝা গিয়েছে।
শুটিং ইভেন্টে এর আগে দুটি পদক এনেছেন মনু ভাকের। তাঁর আরও একটি ইভেন্ট রয়েছে শনিবারও। সেদিন পদক জিতলে হ্যাটট্রিক করবেন। এমন কৃতিত্ব ভারতের আর কারও নেই।
স্বপ্নিল থ্রি পজিশন ৫০ মিটার রাইফেল ইভেন্টে নিজের নামের সুবিচার করেছেন। তবে তাঁর থেকেও বেশি আশা ছিল ঐশ্বর্য সিং তোমারকে নিয়ে। তিনি ব্যর্থ হলেও স্বপ্নিল ফাইনালে উঠে পদকের সম্ভাবনা উজ্জ্বল করলেন। বৃহস্পতিবার দুপুর একটা থেকে স্বপ্নিলের ফাইনাল ইভেন্ট শুরু হবে।
এদিকে, পিভি সিন্ধু ব্যাডমিন্টনের নকআউট রাউন্ডে পৌঁছে গেলেন। এস্তোনিয়ার ক্রিস্টিন কুবাকে প্রথম গেম ২১-৫-এ জিতে নেওয়ার পরে দ্বিতীয় গেম সিন্ধু জিতে নেন ২১-১০ । প্রথম গেমটি ১৪ মিনিটে জিতে নিয়েছেন। দ্বিতীয় গেমে বিপক্ষ লড়লেও সিন্ধুকে থামানো যায়নি। তিনি মাত্র ৩২ মিনিটে জিতে পদকের লড়াইয়ে চলে গেলেন। এবার তিনি দৌড়বেন পদকের লক্ষ্যে।