শেষ আপডেট: 27th July 2024 11:01
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক গেমসকে ঘিরে উন্মাদনায় টগবগ করে ফুটছে আইফেল টাওয়ারের দেশ। ইতিমধ্যে উদ্বোধনী পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তার সুচারু ব্যবহার দিয়ে সারা বিশ্বের মন জয় করে নিয়েছে প্যারিস।
সারা বিশ্বের সঙ্গে ভারত প্যারিস অলিম্পিকে ১১৭ জন খেলোয়াড়ের একটি দল পাঠিয়েছে। অ্যাথলেটিক্সে (২৯), শুটিং (২১) এবং হকি (১৯)। এই ৬৯ জন খেলোয়াড়ের মধ্যে ৪০ জন খেলোয়াড় প্রথমবার অলিম্পিকে অংশ নিচ্ছেন।
দিনভর কখন কোন খেলা, তার বিস্তারিত সূচি রইল আপনাদের জন্য।
প্যারিস অলিম্পিক ২০২৪ : ১ম দিন - ২৭/৭/২০২৪
ভারতীয় ক্রীড়াবিদের ইভেন্ট (ভারতীয় সময় অনুসারে)
শুটিং:
* দুপুর ১২.৩০ মিনিট - ১০ মিটার এয়ার রাইফেল (মিক্সড টিম) কোয়ালিফিকেশন রাউন্ড। রমিতা - অর্জুন ও এলাভেনিল - সন্দীপ
* আজকেই ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে মেডেল ম্যাচ।
* দুপুর ২ - ১০ মিটার এয়ার পিস্তল (পুরুষ) কোয়ালিফিকেশন রাউন্ড। সন্দীপ, চিমা ও সরাজবত সিং।
* বিকাল ৪ - ১০ মিটার এয়ার পিস্তল (মহিলা) কোয়ালিফিকেশন রাউন্ড। মানু ভাকের ও রাইদম সাংওয়ান
রোয়িং:
* দুপুর ১২.৩০ মিনিট - পুরুষ সিঙ্গেলস - স্কুলস হিট। বলরাজ পানওয়ার - হিট ১।
টেবিলে টেনিস:
* সন্ধ্যা ৭.১৫ মিনিট - পুরুষ সিঙ্গেলস। হরমিত দেশাই বনাম জাইদ আবু (ইয়ামেন)।
টেনিস:
* বিকাল ৪.৩০ মিনিট - পুরুষ ডাবলস প্রথম রাউন্ড। বোপান্না - বালাজি বনাম রেবুল - রোগে ভ্যাসলিন।
বক্সিং:
* রাত ০.০২ মিনিট - মহিলা ৫৪ কেজি বিভাগ - প্রথম রাউন্ড। প্রীতি বনাম থি কিম।
ব্যাডমিন্টন:
* সন্ধ্যা ৭.১০ মিনিট - পুরুষ বিভাগ - গ্রূপ এল। লক্ষয়া সেন বনাম কেভিন কর্ডন।
* রাত ৮ - পুরুষ ডাবলস বিভাগ - গ্রূপ সি। সাত্বিক - চিরাগ বনাম কর্ভী - লাবার।
* রাত ১১.৩০ মিনিট - মহিলা ডাবলস বিভাগ - গ্রূপ সি। অশ্বিনী - তানিশা বনাম কিম - কং।
হকি :
* রাত ৯ - ভারত বনাম নিউজিল্যান্ড