নাদাল-জোকোভিচ, টেনিস-দুনিয়ার দুই নক্ষত্র।
শেষ আপডেট: 29th July 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচটা দেখে কারুর পক্ষে বলা মুশকিল, একজনের বয়স ৩৮। পায়ের চোটে জেরবার। অন্তত চব্বিশ ঘন্টা আগেও লেখালেখি চলছিল, আদৌ নামবেন তো?
কোর্ট ফিলিপ শ্যাত্রিয়েঁতে রাফায়েল নাদাল নামলে উপমাটা কীরকম হয়? ফতেপুর সিক্রির দরবারে সম্রাট আকবর? ইস্তানবুলে তোপকাপি সরাই প্রাসাদে অটোমান সুলতান মেহমেদ? রবিবার তো প্রায় ওরকমই ছিল। শনিবার কার্লোস আলকারাজকে সঙ্গে নিয়ে আর্জেন্তিনার ম্যাক্সিমো গঞ্জালেস ও আন্দ্রেস মোলতেনিতে প্রায় ৭-৬(৪), ৬-৪ স্কোরে উড়িয়ে দিয়েছিলেন নাদাল। কিন্তু রবিবার ছিল রাফার সিঙ্গলস ডেবিউ, হাঙ্গেরির মার্তোন ফুকসোভিক্সের বিরুদ্ধে।
২০০৮ সালের বেজিং অলিম্পিকের সোনাজয়ী নাদাল নিজের ঘরের মাঠে কোনও ঝুঁকিতে যাননি। রোলাঁ গারোর নিজের পরিচিত লালমাটিতে ৬-১, ৪-৬, ৬-৪ হারিয়ে পরের রাউন্ডে চলে গেলেন ফরাসি ওপেনের একচ্ছত্র অধিপতি।
কিন্তু এরপরেই টেনিসদুনিয়া জুড়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। কারণ কাল, সোমবার, নাদালের প্রতিপক্ষ আর কেউ নন। স্বয়ং নোভাক জোকোভিচ। শনিবার অস্ট্রেলিয়ার ম্যাট এবডেনকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছিলেন জোকার। ফলে আজ সোমবার, স্থানীয় সময় দুপুর দেড়টার পরে রোলাঁ গারোর ফিলিপ শ্যাত্রিয়েঁ কোর্টে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী!
দিনের শুরুটা অবশ্য করবেন আরও দুই তারকা। মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেক ও তাঁর প্রতিপক্ষ ডায়ানে পেরি। কিন্তু তারপরেই সম্ভবত সারা পৃথিবীর নজর ঘুরবে নাদাল-জোকোভিচ মহারণের দিকে। ঘটনাচক্রে, নাদালের সঙ্গে শেষবার জোকোভিচ খেলেছিলেন এই রোলাঁ গারোতেই, ২০২২ সালের ফরাসি ওপেনে। চার সেটের সেই ম্যাচ জিতেছিলেন নাদাল। আপাতত দুই জনের মোট ৫৯ বার দেখা হয়েছে। নাদাল জিতেছেন ২৯ বার। নোভাক ৩০ বার। অলিম্পিকের এই ম্যাচ দু'পক্ষের ৬০-তম সাক্ষাৎকারও বটে। আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে এই ম্যাচ লাইভ দেখা যাবে কলকাতা-তথা সারা দেশে।