শেষ আপডেট: 10th August 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্স ফুটবলে এর আগে একবারই সোনা জিতেছিল ফ্রান্স। ১৯৮৪ সালে লস এঞ্জেলসে শেষবার সোনা জিতেছিলেন ফরাসিরা। তারপর আর সেমিফাইনালে উঠতে পারেনি তারা। এবার ঘরের মাঠে ৪০ বছর পরে সেই স্বপ্নপূরণের সুযোগ এসেছিল। কিন্তু পারল না। ফাইনালে স্পেনের কাছে হার মানল ফ্রান্স। স্প্যানিশরা জিতলেন ৫-৩ গোলে।
নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে শেষ হয়েছিল। মাত্র ১১ মিনিটেই লিড নিয়ে সমর্থকদের উল্লাসে ভাসিয়েছিল ফ্রান্স। গোল করেছিলেন এনজো। তবে সেই এগিয়ে থাকা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি থিয়েরি অঁরির দল। ম্যাচের ১৮ মিনিটে ফারমিন লোপেজ ম্যাচে সমতা আনেন এবং ২৫ মিনিটে দলকে এগিয়ে দেন বার্সেলোনার এই মিডফিল্ডার। ২৮ মিনিটে বায়েনার গোল ব্যবধান বাড়িয়ে দেয় ইউরো চ্যাম্পিয়নদের।
৩-১ গোলে পিছিয়ে যাওয়া ফ্রান্স নাটকীয়ভাবে সমতায় ফিরেছিল ৭৯ মিনিটে মগনেস ও ইনজুরি সময়ে তৃতীয় মিনিটে মাতেতার পেনাল্টি গোলে। নাটকীয় ওই গোল ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত ৩০ মিনিটে। এই সময়ে স্পেন দুটি গোল করে ৫-৩ ব্যবধানে জিতে সোনা পেয়ে যায়।
অতিরিক্ত ৩০ মিনিটে জোড়া গোল করে সোনা জয়ের নায়ক হয়ে যান সার্জিও ক্যামেলো। ১০০ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন। শেষ মুহূর্তেও তাঁরই গোল ছিল। প্যারিস অলিম্পিক্স ফুটবলে এটি স্পেনের তৃতীয় সোনার পদক।