উদ্বোধনী অনুষ্ঠান।
শেষ আপডেট: 27th July 2024 07:12
দ্য ওয়াল ব্যুরো: এতদিন অলিম্পিক গেমস যা দেখেনি, এবার সেটাই দেখাল প্যারিস। আইফেল টাওয়ারের দেশ প্রমাণ করল পরম্পরা, ঐতিহ্য বজায় রেখে আধুনিক প্রযুক্তিকেও সমানভাবে ব্যবহার করা যায়। একদিকে মানব সভ্যতার বিকাশ, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সুচারু ব্যবহার দিয়ে সারা বিশ্ব জয় করা যায়।
না হলে আস্ত একটা ঘোড়াকে জলের ওপর দিয়ে দৌড় করিয়ে দেখাল আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স। এটাই নতুন বিশ্বের উঠোন। মশাল প্রজ্বলন করা হল অবশ্য সাবেকি ভাবনায়।
কী অপূর্ব ভাবনা ও বাস্তবতা। প্যারিসের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। শান্ত, ভালবাসার শহরে সন্ত্রাসবাদী হামলাও হয়েছে। কিন্তু ভালবাসা কেড়ে নেওয়া যায়নি। সেটাও দেখা গেল সাত ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে।
স্থল ব্যবহারই করা হয়নি, বরং সেইন নদীতে আলোর ফোয়ারায় ভেসে গিয়েছে তামাম খেলার দুনিয়া।
ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং টেবিল টেনিস কিংবদন্তি শরথ কমল, তাদের পঞ্চম অলিম্পিক খেলতে নামছেন। আর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন। তাঁরা পরেছিলেন ভারতের সংস্কৃতি বজায় রেখে শাড়ি ও ধূতি।
গেমসের উদ্বোধনে সিন্ধু, শরৎরা।
এমন পরিস্থিতিতে অ্যাথলেটিক ট্র্যাকে ঐতিহ্যবাহী পদযাত্রা না করে খেলোয়াড়রা তাদের সতীর্থদের নিয়ে নৌকা কুচকাওয়াজে অংশ নেন। প্যারেডের নেতৃত্ব দেয় গ্লিস।
ভারত প্যারিস অলিম্পিকে ১১৭ জন খেলোয়াড়ের একটি দল পাঠিয়েছে। অ্যাথলেটিক্সে (২৯), শুটিং (২১) এবং হকি (১৯)। এই ৬৯ জন খেলোয়াড়ের মধ্যে ৪০ জন খেলোয়াড় প্রথমবার অলিম্পিকে অংশ নিচ্ছেন। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় পুরুষ খেলোয়াড়রা কুর্তা-বান্ডি সেট পরে এসেছিলেন। যেখানে মহিলা খেলোয়াড়দের ভারতের তেরঙা পতাকার রাঙানো শাড়িতে দেখা যাবে। ঐতিহ্যবাহী ইকাত এবং বেনারসি ব্রোকেড প্রিন্টের পোশাক। প্যারিস অলিম্পিকের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
টোকিও অলিম্পিকে ভারত মোট ৭টি পদক জিতেছিল, যা অলিম্পিক গেমসের ইতিহাসে সেরা পারফরম্যান্স। এর মধ্যে ভারতীয় খেলোয়াড় নীরজ চোপড়ার অ্যাথলেটিক্সের প্রথম সোনাও রয়েছে।
দেশটির মোট ১১২ জন ক্রীড়াবিদ প্যারিসে ১৬টি খেলায় ৬৯টি পদক ইভেন্টে অংশগ্রহণ করবে। পাঁচ রিজার্ভ অ্যাথলিটও প্যারিসে থাকবেন। ভারত এখন পর্যন্ত অলিম্পিক গেমসে মোট ৩৫টি পদক জিতেছে। এদের মধ্যে শুধুমাত্র শুটার অভিনব বিন্দ্রা (২০০৮) এবং নীরজ চোপড়া (২০২১) একা সোনা জিতেছেন।
যেভাবে ৩২তম অলিম্পিকের উদ্বোধন হল, তার সঙ্গে সাযুজ্য রেখে ভারতের পারফরম্যান্স সেরা মানের হলেই ভারতীয় ক্রীড়া প্রেমীদের মন ভরবে। সেখানে কোনও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নয়, খেলতে হবে মাঠে। সেখানে রিটেকের কোনও সুযোগ নেই।