শেষ আপডেট: 6th September 2024 08:35
দ্য ওয়াল ব্যুরো: জুডোতে ইতিহাসের প্রথম পদক পেল ভারত। প্যারালিম্পক্সে দেশকে গর্বিত করলেন কপিল পারমার। পুরুষদের ৬০ কেজি (জে১) বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি। এটা ভারতের যেমন প্রথম পদক, তেমনই তাঁরও। প্রথমবার প্যারালিম্পক্সে অংশ নিয়েই পদক জিতলেন কপিল।
ব্রোঞ্জ পদক ম্যাচে ব্রাজিলের ইলাইটন দে অলিভিয়েরাকে ১০-০ স্কোরে হারিয়েছেন কপিল পারমার। তাঁর এই জয়ের ফলে প্যারালিম্পকে ভারতের পদক সংখ্যা দাঁড়িয়েছে ২৫। তার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৯টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ। প্যারালিম্পিক্স কমিটি এবার দেশের অ্যাথলিটদের জন্য ২৫ পদকের একটা টার্গেট সেট করেছিল। তা পূরণ করতে পেরেছেন অবনী, প্রীতি থেকে শুরু করে কপিলরা।
সম্প্রতি তিরন্দাজিতে ভারতকে সোনা এনে দিয়েছেন হরবিন্দর সিং। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ডব্লিউ২ বিভাগে এই কীর্তি গড়েছেন তিনি। আর এটাই তিরন্দাজিতে দেশের প্রথম সোনা। বুধবার পোল্যান্ডের লুকাজ সিজেককে ফাইনালে হারিয়ে স্বর্ণপদক জেতেন হরবিন্দর। ম্যাচের ফল ছিল ২৮-২৪, ২৮-৩৭, ২৯-২৫।
প্যারালিম্পক্সের পদক তালিকায় এই মুহূর্তে ভারত রয়েছে ১৬ নম্বর স্থানে। শীর্ষে রয়েছে চিন। তাঁদের মোট পদক সংখ্যা ১৬৬। চিন সোনা পেয়েছে ৭৪টি, রুপো পেয়েছে ৫৫টি এবং ব্রোঞ্জ পেয়েছে ৩৭টি।
চিনের পরে রয়েছে গ্রেট ব্রিটেন, মোট পদক সংখ্যা ৮৪। সোনা ৩৬টি, রূপো ২৯টি এবং ব্রোঞ্জ ১৯টি। তৃতীয় স্থানে আছে আমেরিকা। ২৭টি সোনা, ৩৩টি রুপো এবং ১৭টি ব্রোঞ্জ নিয়ে তাঁদের পদক সংখ্যা ৭৭টি।