শেষ আপডেট: 15th February 2025 17:46
দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। বিশ্বের সেরা আটটি ওডিআই দলের মধ্যে এই লড়াই ঘিরে ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে উত্তেজনার পারদ।
তবে উপমহাদেশের ক্রিকেট সমর্থকরা আপাতত একটাই ম্যাচের জন্য অপেক্ষা করছে। সেটা হল ভারত বনাম পাকিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই হাইভোল্টেজ ম্যাচে উত্তেজনার লেভেলটাই একেবারেই আলাদা। তবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্ত নিয়ে যে জলঘোলা হয়েছে, তা এই ম্যাচের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসতে চলেছে। কিন্তু, বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছিল, টিম ইন্ডিয়া কোনও পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে পা রাখবে না। এই ঘটনাটি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যথেষ্ট দড়ি টানাটানি চলে। শেষপর্যন্ত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হবে। আর ভারতীয় ক্রিকেট দল প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে খেলবে।
এই সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট সমর্থকদের একাংশ কার্যত ক্ষোভে ফেটে পড়েছে। অনেক বছর পর পাকিস্তানের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ দেখার একটা সুযোগ তারা পেয়েছিল। ইতিমধ্যে পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট দলের সমর্থকরা ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিচ্ছে।
Pakistan fans really angry with Indian cricket team ????????????????????
— Farid Khan (@_FaridKhan) February 15, 2025
They want Pakistan players to not hug Indian players during Champions Trophy ????
pic.twitter.com/ctH30kOBVb
ওই ভিডিওর মাধ্যমে সমর্থকরা রিজওয়ান নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলকে স্পষ্টই জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সঙ্গে কোনও বন্ধুত্বসুলভ আচরণ করার দরকার নেই। পাশাপাশি অনুরোধ করা হয়েছে, ম্যাচের শেষে বিরাট কোহলি কিংবা ভারতের কোনও ক্রিকেটারকে যেন আলিঙ্গন না করা হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।