শেষ আপডেট: 9th March 2025 16:39
পাকিস্তানের এক ক্রিকেটপ্রেমীর মুখে ভারতের প্রশংসা শুনে অনেকেই অবাক হতে পারেন। তবে ফারিয়াল বরাবরই দুই দেশের মধ্যে সম্প্রীতির পক্ষে কথা বলে এসেছেন।
ভারতের সমর্থক হওয়ার কারণে ফারিয়াল এর আগের ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও হাজির হয়েছিলেন, এক গালে পাকিস্তানের পতাকা আর অন্য গালে ভারতের তেরঙ্গা রঙ এঁকে। তিনি বলেন, 'ভারত ফাইনালে উঠেছে, ওদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। নিউজিল্যান্ডকে একবার হারিয়েছে, দ্বিতীয়বার হারানো কঠিন কিছু নয়।'
ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপড়েন ও সম্পর্কের বিষয়ে তিনি বলেন, 'আমাদের দুই দেশের অনেক মিল আছে। কিন্তু আমাদের পরস্পরের বিরুদ্ধে লড়াই করার বদলে, একসঙ্গে কাজ করা উচিত। ধর্ম বা জাতিগত বিদ্বেষমূলক মন্তব্যের একটা সীমা থাকা উচিত, যা অতিক্রম করা উচিত নয় কারওই।'
ফারিয়াল আরও বলেন, 'আমি গত দু'তিনটি ম্যাচ ধরেই বলছি, ট্রফি ভারতেরই হবে।' তার মন্তব্য ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোড়ন তুলেছে। ভারতের জয়ের ব্যাপারে এতটা আত্মবিশ্বাসী পাকিস্তানি ভক্তের এই কথাগুলো ভারতীয় সমর্থকদেরও উজ্জীবিত করেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত কি সত্যিই ফারিয়ালের ভবিষ্যদ্বাণীকে সত্যি করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।