ফাইল চিত্র
শেষ আপডেট: 12th March 2025 13:05
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানকে মনে রাখবে ভারত। আলবাত মনে রাখবে। কিন্তু আয়োজক দেশ হিসেবে নয়, দর্জি হিসেবে। নিজের দেশের ক্রিকেট বোর্ডের আচরণ ও অসহযোগিতাকে বিঁধে এমনই বিদ্রুপ ছুড়ে দিলেন পাকিস্তানের একটি ক্রিকেট শোয়ের সঞ্চালক।
ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়কে ঘিরে বিতর্কের সূত্রপাত। ট্রফি জেতার পর পোডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বিষয়টি নজরে আসতেই শুরু হয় খোঁজ। পিসিবির তরফে বলা হয়, চেয়ারম্যান মহসিন নাকভি যে অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাবেন না, সেটা আইসিসিকে সাফ জানানো হয়েছিল। যদিও চেয়ারম্যানের বদলি হিসেবে উড়ে যান চিফ অপারেটিং অফিসার সুমনায়ার আহমেদ। যদিও সেদিন টিম ইন্ডিয়ার ট্রফি উত্তোলন মঞ্চে তাঁকে ডাকা হয়নি।
এই বিষয়টিকে পাকিস্তানের অপমান বলে দেগে দেন আলোচ্য শোয়ের এক প্যানেলিস্ট। যেখানে তিনি ছাড়াও কামরান আকমল ও বাসিত আলিও উপস্থিত ছিলেন। ওই আলোচক বলেন, ‘এটা সত্যি ভয়ংকর ঘটনা। মঞ্চে কারা কারা থাকবে, তা আইসিসি ঠিক করে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আগেই জানিয়েছিলেন, তিনি থাকছেন না। যদিও আমি মনে করি তাঁর দুবাই যাওয়া উচিত ছিল। যাই হোক, তিনি না থাকলেও সুমাইর আহমেদ উপস্থিত ছিলেন। কিন্তু আইসিসি তাঁকে পোডিয়ামে ডাকার ভদ্রতা দেখায়নি। আসলে গোটা টুর্নামেন্টেই ভারত পাকিস্তানকে পেছনে ঠেলার চেষ্টা করে গিয়েছে। প্রথমে পাকিস্তানের নাম লেখা জার্সি পরতে অস্বীকার। তারপর এদেশে না আসা। কিন্তু এতকিছুর পরেও শেষ পর্যন্ত পাকিস্তানই জিতল। ভারতীয় দল যে সাদা জ্যাকেট পরেছে, তাতে পাকিস্তানের নাম লেখা রয়েছে। আর এটা চিরকাল রয়ে যাবে।‘
बेचारी भोली कौम इसी बात से खुश है कि व्हाइट जैकेट पर पाकिस्तान का नाम हमेशा रहेगा ????#indvsnzfinal pic.twitter.com/56zkFSkV6C
— आदित्य???????? (@Aditya4BMR) March 10, 2025
বিশেষজ্ঞের ‘নৈতিক জয়’ সংক্রান্ত কথা শুনে অনেকে চিৎকার ও হাততালি দিয়ে সমর্থন জানালেও ফোড়ন কাটেন অনুষ্ঠানের সঞ্চালক। যিনি তক্ষুনি বলে বসেন, ‘ঠিকই। এই অছিলায় পাকিস্তানকে ভারত নিশ্চয় দর্জি হিসেবে মনে রাখবে।‘ যা শুনে স্টুডিওয় বসা সকলে মুখে কুলুপ আঁটেন। এই ইস্যুতে না কামরান আকমল না বাসিত আলি—কেউই কিছু বলেননি।