শেষ আপডেট: 18th February 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো: হাতে বাকি আর মাত্র একটা দিন। তারপরই শুরু হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। বুধবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে টিম ইন্ডিয়ার নতুন জার্সি ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে। তবে এই জার্সি নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। ভারতীয় ক্রিকেট দলের এই জার্সির উপর আয়োজক দেশ পাকিস্তানের নাম প্রিন্ট করা রয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হতে শুরু করেছে।
টিম ইন্ডিয়ার জার্সির উপর পাকিস্তানের নাম নিয়ে শিবসেনা ইউবিটি সমর্থকরা ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ উগরে দিলেন। অবিলম্বে টিম ইন্ডিয়ার জার্সি থেকে প্রতিবেশী রাষ্ট্রের নাম সরানোর দাবি তোলা হয়েছে। শিবসেনা ইউবিটি জম্মু-কাশ্মীরের নেতারা স্পষ্ট জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের জার্সি থেকে পাকিস্তানের নাম যেন অবিলম্বে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তীব্র বিরোধিতার ঝড়ও উঠতে শুরু করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমকে বেশ কয়েকজন শিবসেনা নেতা জানিয়েছেন, পাকিস্তানের মাটিতে ভারতীয় তেরঙা তোলা হল না। এরপর আয়োজক দেশ পাকিস্তানের নাম আমাদের জার্সিতে ছেপে দেওয়া হল। ভারত সরকার এবং বিসিসিআই-এর উচিত ছিল এই ঘটনার তীব্র বিরোধিতা করা। কিন্তু, তেমনটা একেবারে দেখতে পাওয়া গেল না।
শিবসেনা দলের ওই নেতারা আরও যোগ করেছেন, গত কয়েকবছর ধরেই জম্মু-কাশ্মীরে পাকিস্তান অনুপ্রবেশের চেষ্টা করছে। দেশের জওয়ান এবং সাধারণ মানুষদের হত্যা করে নিজেদের অসৎ উদ্দেশ্য বারংবার প্রমাণ করছে।
টিম ইন্ডিয়ার জার্সিতে পাকিস্তানের নাম নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। আসুন জেনে নেওয়া যাক, আইসিসি-র নিয়ম কী বলছে? আইসিসি-র নিয়ম বলছে, যে দেশ ইভেন্টের আয়োজন করবে, সেই দেশের নাম প্রত্যেক দলের জার্সিতে অবশ্যই প্রিন্ট করা থাকবে। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান আয়োজন করছে। আর সেকারণেই টিম ইন্ডিয়ার জার্সির উপর পাকিস্তানের নাম দেখতে পাওয়া যাচ্ছে।