আকিব জাভেদ-জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 6th February 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: বুমরাহকে নিয়ে কোনও ভীতি নেই। সাফ জানাল পাকিস্তান। পাক ক্রিকেট টিমের অন্তর্বতী কোচ আকিব জাভেদের বক্তব্য, ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে তাঁদের সমস্ত পরিকল্পনা স্রেফ জসপ্রীত বুমরাকে কেন্দ্র করে তৈরি হবে না। গোটা ভারতীয় দলই যথেষ্ট শক্তশালী। বাকি টিমগুলিও ভয়ংকর। শুধুমাত্র বুমরাকে নিয়ে ভেবে গেলে তাঁদেরকেই বিপদে পড়তে হবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন। তার জেরে শেষ ইনিংসে বল করতে পারেননি ভারতের পেসার। এরপর পাঁচ সপ্তাহের ‘অফলোডিং প্রসেসে’ (পরিপূর্ণ বিশ্রাম) যাওয়ার নির্দেশ দেন চিকিৎসক। চলতি সপ্তাহে যা শেষ হয়েছে। ইতিমধ্যে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিয়েছেন বুমরাহ। সেখানেই সেরে ফেলা হবে স্ক্যান। তারপর নিশ্চিত হওয়া যাবে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে পারবেন কি পারবেন না। আগামি ১১ ফেব্রুয়ারি আইসিসির দফতরে পূর্ণাঙ্গ টিম লিস্ট পাঠানোর শেষ দিন। সেই তালিকায় বুমরাহ আদৌ জায়গা পান কি না, তাই নিয়ে যথেষ্ট চিন্তিত রোহিত শর্মারা।
এই প্রেক্ষিতে পাকিস্তান কোচ আকিব জাভেদের দাবি, তাঁদের বদলে ভারতের উচিত বুমরাহকে নিয়ে ভাবা। তাঁর ফিটনেস নিয়ে চিন্তা করা। জাভেদ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে, এখানে কোনও দলকেই আপনি খাটো করে দেখতে পারবেন না। শীর্ষ বাছাই আটটি টিম খেলছে। সেখানে কোনও দলের কাছে বুমরাহর মতো বোলার থাকা মানেই প্লাস পয়েন্ট। কিন্তু তার অর্থ এই নয় যে, আমরা আমাদের সমস্ত প্ল্যান শুধুমাত্র ওঁকে কেন্দ্র করেই বানাব।‘
এই প্রেক্ষিতে বুমরাহকে নিয়ে নতুন কোনও আশার আলো দেখাতে পারেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মাও। তিনি বলেন, বুমরাহর স্ক্যান আগামি কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে। তার রিপোর্ট হাতে এলেই গোটা পরিস্থিতি স্পষ্ট হবে। বুমরাহ দুবাইয়ের ফ্লাইট ধরবেন কি না, জানা যাবে তখনই।