টিম ইন্ডিয়ার জার্সি
শেষ আপডেট: 18th February 2025 12:30
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার জার্সিতে লেখা ‘পাকিস্তান’। স্রেফ এইটুক বিষয়কে ঘিরেই সরগরম সোশ্যাল মিডিয়া।
এই ঘটনার যদিও একটা প্রেক্ষাপট রয়েছে। এর আগে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল, বিরাট-রোহিতরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মাঠে নামবেন ঠিকই, কিন্তু কোনওভাবেই পাকিস্তানে নয়। এই নিয়ে দু’দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে তীব্র সংঘাত লেগে যায়। চলে দীর্ঘদিন ধরে। বাধ্য হয়ে আইসিসিকে হস্তক্ষেপ করতে হয় এবং বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা শুধুমাত্র ভারতের ম্যাচগুলি পাকিস্তানের বদলে দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সরানোর সিদ্ধান্ত নেয়।
এরপরেও দু’তরফের সম্পর্ক স্বাভাবিক হয়নি। নয়া বিতর্ক ঘনিয়ে ওঠে জার্সি নিয়ে। এমনিতে নিয়ম অনুযায়ী, যে কোনও আইসিসি টুর্নামেন্টে আয়োজক দেশের নাম অংশগ্রহণকারী সমস্ত টিমের জার্সিতে থাকা বাধ্যতামূলক। কিন্তু বিসিসিআই তাকে অমান্য করার কথা জানায়। এবার অবশ্য আইসিসি পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে ভারতকে জার্সিতে ‘পাকিস্তান’ শব্দটি লেখার নির্দেশ দেয়। অন্যথায় শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বাধ্য হয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে আসে টিম ইন্ডিয়া।
সেই বিষয়টিই এবার সরকারি সিলমোহর পেল গতকাল। বিসিসিআইয়ের তরফ থেকে উন্মোচিত হল টিম ইন্ডিয়ার জার্সি। আর তাতে লেখা ‘পাকিস্তান’। রোহিত, শুভমান, শ্রেয়াস আইয়াররা ‘রণং দেহী’ ভঙ্গিমায় তুললেন ছবি। ফোটোসেশনে ফুটে বেরোল আগ্রাসন। কিন্তু লাইটের আলোয় ঝলসানো বিক্রম ছাপিয়ে সবার নজর কাড়ল ‘পাকিস্তানে’র নামাঙ্কন।
সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি ছাড়িয়ে পড়তেই ভেসে আসে নানা ধরনের কমেন্ট। পাকিস্তানি সমর্থকদের উচ্ছ্বাস দেখে একজন বিস্ময়ভরা রসিকতার ঢঙে মন্তব্য করেন, ‘টিম ইন্ডিয়ার জার্সিতে পাকিস্তান লেখা আর তাতেই ওরা খুশি হচ্ছে!’ আরেক জন সচেতন সুরে জানান, ‘কয়েক জন আগে থেকেই প্রচার করছিলেন, ভারতের জার্সিতে নাকি পাকিস্তান লেখা থাকবে না। তাঁরা কোথায় এখন? এটা কী? আমি একজন ভারতীয়। ভারতকেই সমর্থন করি। কিন্তু এমন ভুলে ভরা ন্যারেটিভ প্রচার করে হিংসা ছড়ানোর মানে হয় না।‘