চ্যাম্পিয়ন্স ট্রফিতে জঘন্য পারফরম্য়ান্স করেছে পাকিস্তান ক্রিকেট দল
শেষ আপডেট: 13th March 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে বসেছিল। কিন্তু, এই টুর্নামেন্টে পাকিস্তানের ক্রিকেটাররা একেবারে হতাশ করেছেন। খেতাব জয় তো অনেক দুরের কথা, এই টুর্নামেন্টে তারা একটাও ম্যাচ জিততে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। ন্যাশনাল টি-২০ কাপে অংশগ্রহণকারী প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আগামী ন্যাশনাল টি-২০ কাপে অংশগ্রহণকারী ক্রিকেটারদের ফি কমাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার টুর্নামেন্টে প্রত্যেক ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের ১০,০০০ পাকিস্তানি মুদ্রা দেওয়া হবে। গত মরশুমের তুলনায় এটা ৭৫ শতাংশ কম। আগে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটাররা ম্যাচ প্রতি ৪০,০০০ পাকিস্তানি মুদ্রা পেতেন। ২০২২ সালে টাকার এই অঙ্কটা বাড়িয়ে ৬০,০০০ করা হয়েছিল।
ইএসপিএন ক্রিকইনফো-র একটি প্রতিবেদন অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন আধিকারিক জানিয়েছেন, আর্থিক সংকটের কারণে যে এই ম্যাচ ফি কেটে নেওয়া হচ্ছে, ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন নয়। বোর্ডের কথা হচ্ছে, পাকিস্তানে আগের তুলনায় এখন অনেক বেশি ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে। সেকারণে উপার্জনের অনেকগুলো রাস্তাও খুলে গিয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বর মাসে আয়োজিত গত ন্যাশনাল টি-২০ কাপে মাত্র পাঁচটি দলের মধ্যে খেলা হয়েছিল। এরমধ্যে অনেক ক্রিকেটার আবার প্রেসিডেন্ট ট্রফির মতো অন্য টুর্নামেন্টেও অংশগ্রহণ করেছিল। যেখান থেকে তারা মাসিক বেতনও পেতেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই ফি কমানোর পরও ক্রিকেটারদের মোট উপার্জনে কোনও ফারাক পড়বে না।
আগামী ১৪ মার্চ থেকে ন্যাশনাল টি-২০ কাপ শুরু হচ্ছে। পাকিস্তানের মোট তিনটে শহরে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। সেগুলো হল - ফয়সালাবাদ, লাহোর এবং মুলতান। গোটা টুর্নামেন্টে মোট ৩৯ ম্যাচ খেলা হবে। আর ফাইনাল ম্যাচ আগামী ২৭ মার্চ ফয়সালাবাদে আয়োজন করা হবে। অন্যদিকে, এই মাসে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য রওনা দেবে।