বাবর আজম এবং শুভমান গিল
শেষ আপডেট: 23 February 2025 07:30
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই হেরে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এবার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট দলকে যে কোনও মূল্যে জিততেই হবে। যদিও সেই রাস্তা একেবারেই সহজ হবে না। ইতিমধ্যে, চলতি টুর্নামেন্টে সেমিফাইনালের দরজা পাকিস্তানের সামনে কার্যত বন্ধ হতে বসেছে। গ্রুপ এ পয়েন্টস টেবিলে পাকিস্তান আপাতত সবার শেষে দাঁড়িয়ে রয়েছে।
গ্রুপ এ'তে পাকিস্তান ছাড়াও রয়েছে ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। প্রত্যেকটা দল এখনও পর্যন্ত একটা করে ম্যাচ খেলেছে। প্রত্যেকটা দলের কাছে এক একটা ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ একটা মাত্র পরাজয় যে কোনও দলকে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে দিতে পারে। যদি আজ ভারতের বিরুদ্ধে পাকিস্তান হেরে যায়, তাহলে মেন ইন গ্রিন সেমিফাইনালের দৌড় থেকে একেবারেই ছিটকে যাবে। তবে যদি ভারত হেরে যায়, তাহলে পাকিস্তানের কাছে সেমির দরজা কিছুটা হলেও খোলা থাকবে। এই পরিস্থিতিতে রবিবাসরীয় ম্যাচে যে পাকিস্তানকে জিততেই হবে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। ইলেভেন নিয়ে খেলতে নামবে।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। দুটো গ্রুপে চারটে করে দল ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যন্ড। অন্য়দিকে গ্রুপ বি'তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান। গ্রুপ এ থেকে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এরপর একে একে রয়েছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতিমধ্য়েই ছিটকে গিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার ফখর জামান। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ফখরের রেকর্ড যথেষ্ট ভাল। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের এই ক্রিকেটার ভারতের বিরুদ্ধে শতরান করেছিলেন। এবার ভারতের বিরুদ্ধে টিম পাকিস্তান নতুন প্লেয়িং