শেষ আপডেট: 31st January 2025 20:19
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান ক্রিকেট নিজেদের স্কোয়াড ঘোষণা করল। মহম্মদ রিজওয়ানের হাতে এই দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, পাক স্কোয়াডে আবারও ফিরিয়ে আনা হল ফখর জমানকে। দলে জায়গা দেওয়া হয়েছে কামরান গুলামকে। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সলমান আগা। যদিও ১৫ সদস্যের এই দলে সুযোহ পাননি স্যাম আইয়ুব। এই স্কোয়াডে কামব্য়াক করেছেন ফাহিম আশরফ, খুশদিল শাহ এবং সাউদ সাকিল। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান এই টুর্নামেন্টে অভিযান শুরু করবে। প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান ক্রিকেট স্কোয়াড ঘোষণা করা হল। এই দলে কামব্যাক করেছেন ফখর জমান। ২০১৭ সালের ফাইনালে ফখরের ব্যাট থেকে একটা ঝকঝকে শতরান বেরিয়ে এসেছিল। যদিও ২০২৩ সালের ১১ নভেম্বর তিনি শেষবার ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। এর পাশাপাশি ফাহিম আশরফ এবং অলরাউন্ডার খুশদিল শাহকেও এই স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। পাকিস্তানের জার্সিতে খুশদিল ২০২৩ সালের ৭ অক্টোবর শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন। বাবর আজম অবশ্য এই দলে নিজের জায়গাটা ধরে রেখেছেন। সহ অধিনায়কত্বের দায়িত্ব সলমান আগার হাতে তুলে দেওয়া হয়েছে।
পাকিস্তানের ক্রিকেটের এই স্কোয়াডে স্যাম আইয়ুবকে অবশ্য সুযোগ দেওয়া হল না। গোড়ালির চোটে আপাতত ভুগছেন স্য়াম। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইয়ুব সুস্থ হয়ে উঠতে পারেন, তাহলে তাঁকে এই স্কোয়াডে রাখা হবে। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্কোয়াড পরিবর্তন করা যাবে। পাশাপাশি জায়গা দেওয়া হয়নি আবদুল্লা শফিক এবং মহম্মদ ইরফানকে।
দলের বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া স্কোয়াডে রাখা হয়েছে হ্যারিস রউফ, নাসিম শাহ এবং মহম্মদ হাসনৈনকে। পাকিস্তানের এই ১৫ সদস্যের স্কোয়াড ত্রিদেশীয় সিরিজেও খেলবে। পাকিস্তান ছাড়া এই সিরিজে দেখা যাবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দলকে এ গ্রুপে রাখা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ম্যাচের হাত ধরে শুরু হবে পাকিস্তানের অভিযান। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মহাসংগ্রামে নামবে। আগামী ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে তারা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে।