শেষ আপডেট: 10th March 2025 11:01
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ১২ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করল ভারতীয় ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে তারা নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দেয়। আইসিসি চেয়ারম্যান জয় শাহর হাত থেকে ট্রফি সংগ্রহ করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। সঙ্গে ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি। কিন্তু, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিককে দেখতে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে শোয়েব আখতার ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন।
ফাইনাল ম্যাচে পাকিস্তানের একমাত্র ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন রামিজ রাজা। এমনকী, টুর্নামেন্টের ব্র্যান্ড অ্য়াম্বাসাডার শাহিদ আফ্রিদিও উপস্থিত ছিলেন না। ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে এসেছিলেন আফ্রিদি। এই জায়গাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি জয় শাহ পাকিস্তান যাননি বলেই কি পাক ক্রিকেট আধিকারিকরা ফাইনাল বয়কট করলেন। নাকি, আয়োজক দেশ পাকিস্তান হলেও ফাইনাল ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হল বলে তারা হিংসায় জ্বলছে?
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার প্রশ্ন করেছেন, 'ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করল। কিন্তু, আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক উপস্থিত নেই। পাকিস্তানই তো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছে। এর পিছনে কী যুক্তি রয়েছে, সেটা আমি জানি না।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কিন্তু, টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই জানিয়ে দিয়েছিল যে নিরাপত্তার কারণে টিম ইন্ডিয়া পাকিস্তান যাবে না। এই বিষয়টি নিয়ে প্রথমে যথেষ্ট দড়ি টানাটানি হয়। শেষপর্যন্ত হাইব্রিড মডেলে সায় দেয় পাকিস্তান। আর সেকারণেই ভারতের প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হয়েছে।
শোয়েব আখতারের প্রশ্ন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও আধিকারিক কেন ছিল না? এটা আমি বুঝতে পারছি না। দয়া করে, এই ব্যাপারে অবশ্যই ভাবনাচিন্তা করবেন। এটা বিশ্ব ক্রিকেটের একটা মঞ্চ। সেকারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আধিকারিকদের উপস্থিতি একান্ত কাম্য ছিল। আমি তো পিসিবি-র কোনও আধিকারিককে দেখতে পাইনি।'