শেষ আপডেট: 3rd November 2022 03:51
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ভারত জেতায় সামান্য অক্সিজেন পেল পাকিস্তান (Pakistan)। এখনও বন্ধ হয়নি সেমিফাইনালে (T20 World Cup 2022) যাওয়ার রাস্তা। বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে বহু অঙ্ক ঘুরছে বাবর আজমের মাথায় (Pakistan vs South Africa)। খালি চোখে মনে সুযোগ নেই মনে হলেও, খাতায় কলমে, জটিল গণিতের হিসেবে এখন আশা বেঁচে রয়েছে পাকিস্তানের।
ভারত ও জিম্বাবোয়ের বিরুদ্ধে লড়েও হেরে যান বাবররা। শেষ বলে বাজিমাত করে দুই দলই। ফলে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ে। কিন্তু নেদারল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ফের শেষ চারের লড়াইয়ে ফিরিয়ে আনে পাক দলকে। শুধু তাই নয় নেট রানরেটও ভাল জায়গায় ওঠে। কিন্তু তিন ম্যাচে মাত্র একটি জয়, পয়েন্টের বিচারে মাত্র ২। সামনে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।
কোন অঙ্কে পাকিস্তান এখনও খেলতে পারবে সেমিফাইনালে---
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে জিততেই হবে। সম্ভব হলে বড় মার্জিনে। এই দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচও যদি হেরে যায়, কিংবা বৃষ্টির জন্য ভেস্তে যায় তো শেষ চারে যাওয়ার সুযোগ সেখানেই শেষ।
শুধু জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। লড়াইয়ে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। যদি পাকিস্তান দুটি ম্যাচই জেতে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও ভারতকে তাদের শেষ ম্যাচ হারতে হবে।
এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভাল ক্রিকেট খেলছে দক্ষিণ আফ্রিকা। তবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান শেষ আটটি টি২০ ম্যাচের ফলাফলের দিকে তাকালে বলা যায় বৃহস্পতিবারের ম্যাচে এগিয়ে থাকবেন বাবররা। শেষ আট ম্যাচের মধ্যে ৬টি জিতেছে পাকিস্তান, দুটি প্রোটিয়ারা। তাই বৃষ্টিতে যদি ম্যাচ ভেস্তে না যায়, এবং বাকি অঙ্ক মিলে যায়, এখনও পাকিস্তানের সুযোগ রয়েছে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলার।
স্কিন ক্যানসারে আক্রান্ত হয়ে তিনবার অস্ত্রোপচার, কাতারেও নামবেন জার্মানির ‘বাজপাখি’