শেষ আপডেট: 26th September 2024 19:24
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারিস অলিম্পিক্সে সোনার পদক জয় করতে পারেননি ভারতের মহিলা রেসলার ভিনেশ ফোগত। ফাইনাল ম্যাচের আগে তাঁকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। প্রসঙ্গত, ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি হওয়ার কারণে তাঁকে ফাইনাল ম্যাচ খেলতে দেওয়া হয়নি। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে গোটা দেশ জুড়ে যথেষ্ট রাজনৈতিক তরজা চলেছে।
এই ঘটনার পর ভিনেশ কুস্তি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করা হলেও, কোনও লাভ হয়নি। তবে এবার লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী যোগেশ্বর দত্ত এই ঘটনার জন্য ভিনেশের বিরুদ্ধে তোপ দাগলেন। বললেন, ফাইনালে উঠেও পদক হাতছাড়া করার জন্য গোটা দেশের কাছে ভিনেশের ক্ষমা চাওয়া উচিত।
সম্প্রতি একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে যোগেশ্বর দত্ত বলেছেন, 'যদি কোনও অ্যাথলিট অলিম্পিক্সের ফাইনালে উঠেও পদক জিততে না পারে, তাহলে তার উচিত সবার আগে দেশবাসীর কাছে এই ভুলের জন্য ক্ষমা চাওয়া। পদক জিততে না পারা গোটা দেশের কাছেই একটা বিশাল ক্ষতি। তার বদলে গোটা বিষয়টা একটা ষড়যন্ত্র হিসেবে দেখানো হচ্ছে।'
গত বছর ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যে প্রতিবাদের ঝড় উঠেছিল, সেখানে ভিনেশ যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নাকি সাতজন মহিলা রেসলারের যৌন নির্যাতন করেছেন। প্যারিস থেকে দেশে ফেরার পর ভিনেশ এবং বজরং পুনিয়া কংগ্রেস দলে যোগ দেন। উল্লেখ্য হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসন থেকে প্রার্থী হচ্ছেন ভিনেশ।
অন্যদিকে যোগেশ্বর দত্ত ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয়নি। ইতিপূর্বে ভিনেশ প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা কেড়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষারোপ করেছিলেন। সেইসময়ও যোগেশ্বর ভিনেশের বক্তব্যের প্রতিবাদ করেন। ফলে গোটা বিষয়টার মধ্যে ইতিমধ্যেই যে রাজনৈতিক রং লেগে গিয়েছে, তা বলা যেতেই পারে।