শেষ আপডেট: 4th September 2024 13:47
দ্য ওয়াল ব্যুরো: চেহারা একটা আস্ত মিনি বাসের মতো। বয়স ১০০ পেরিয়েছে। ১০ হাজার সন্তানের বাবা। হাঁ হয়ে যাচ্ছেন! ভাবছেন তো কে এই ব্যক্তি। নাহ,কোনও মানুষ নয়। এ হল এক কুমীর। যার গল্পটা বেশ চমকপ্রদ। ১৯০০ সালে জন্ম, সেই থেকে পৃথিবীর নানা রূপ দেখে আসছে সে। কত যুদ্ধের সাক্ষীও বটে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুমীর 'হেনরি'।
সে মানুষখেকো কুমীর। নাইল ক্রোকোডাইল। হেনরির যাত্রা শুরু হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওকাভাঙ্গো ডেল্টা, বতসোয়ানাতে। সবচেয়ে বয়স্ক কুমীর হওয়ার পাশাপাশি সে কিন্তু দীর্ঘতম কুমীরও বটে।
এলাকায় তার বেশ নাম রয়েছে। এককালে বতসোয়ানাতে মানুষের বাচ্চা খেয়ে বেড়াত সে। যার ফলে তাকে মেরে ফেলার জন্য এই এলাকার আদিবাসীরা কার্যত উঠেপড়ে লাগে। মারার জন্য শিকারী হিসেবে পরিচিত হেনরি নম্যানের কাছে সুপারিও যায় কিন্তু হেনরি তাকে মারার বদলে বাঁচায়। তাঁর নামেই কুমীরটির নাম হয় হেনরি।
সেই থেকে দক্ষিণ আফ্রিকার স্কটবার্গের কুমীর সংরক্ষণ কেন্দ্রই হেনরির ঘর। বর্তমানে ৬টি স্ত্রী রয়েছে তার। প্রায় ১০ হাজারটি বাচ্চা।