শেষ আপডেট: 13th December 2024 12:11
দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ফাইনালে নাকি গড়াপেটা করা হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভ। তাঁর দাবি চিনের দাবাড়ু ডিং লিরেন নাকি ইচ্ছাকৃতভাবে এই ম্য়াচটা হেরে গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা শুরু হয়েছে।
রাশিয়ার একটি সংবাদ সংস্থায় প্রকাশিত প্রতিবেদনে ফিলাতভ জানিয়েছেন, গুকেশের বিরুদ্ধে চিনের দাবাড়ু যেভাবে পরাস্ত হয়েছেন, তা যথেষ্ট সন্দেহজনক। বিশেষ করে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ ম্য়াচটা সবাইকে অবাক করে দিয়েছেন। এটা নিয়ে অবশ্যই একটা তদন্ত করা উচিত।
তাঁর অভিযোগ, লিরেন যে জায়গা থেকে ম্য়াচটা হেরেছেন, সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। একজন প্রথম শ্রেণীর দাবাড়ু কখনই এভাবে একটা জেতা ম্যাচ হারতে পারে না। আর সেকারণেই রাশিয়ার দাবা সংস্থার প্রধান মনে করেন, চিনের দাবাড়ুর এই পরাজয় নেহাতই ইচ্ছাকৃত। গুকেশকে জেতানোর জন্যই এমনটা করা হয়েছে।
তবে ফিলাতভ এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও শক্তপোক্ত যুক্তি খাড়া করতে পারেননি। প্রথম ৪০ দান দেওয়ার পর লিরেনের কাছে সময় দ্রুত কমে আসছিল। কিন্তু, গুকেশের তখনও রাজা এবং দুটো বোড়ে বাকি ছিল। আর লিরেনের ছিল একটি রাজা এবং একটি বোড়ে। প্রাথমিকভাবে সকলেই মনে করেছিলেন যে এই ম্য়াচটা শেষপর্যন্ত ড্রয়ের দিকেই এগোচ্ছে।
কিন্তু, আচমকাই ভোল বদলে যায়। ৫৫ নম্বর চালে একটি মারাত্মক ভুল করে ফেলেন চিনের দাবাড়ু। আর সেখানেই বাজিমাত করেন গুকেশ। এই খেতাব জয়ের পর তিনি বললেন, 'ডিং লিরেন কে, সেটা আমাকে আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। সেকথা সকলেই জানেন। গত কয়েকবছর ধরেই ও বিশ্বের সেরা দাবাড়ুদের তালিকায় নাম লিখিয়েছে। আমার চোখে তো ওই আসল চ্যাম্পিয়ন। সত্যিকারের যোদ্ধার মতো লড়াই করেছে। ডিং এবং ওর দলের জন্য আমার কিছুটা কষ্টই হচ্ছে। আমি নিজের প্রতিদ্বন্দ্বীকে ধন্য়বাদ জানাতে চাই।'