শেষ আপডেট: 17th December 2024 11:21
দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ তাঁর 'শিক্ষক' বিশ্বনাথন আনন্দের জন্য একটি হৃদয়স্পর্শী বার্তা দিলেন। সম্প্রতি সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে গুকেশ চিনের দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে দেন।
প্রসঙ্গত, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে গুকেশ এবং লিরেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ১৪ গেমের পর গুকেশ ৭.৫-৬.৫ ব্যবধানে জয়লাভ করেন। উল্লেখ্য, বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে গুকেশ এই খেতাব জয় করলেন।
গত ১৬ ডিসেম্বর চেন্নাইয়ে ফিরেছেন গুকেশ। এরপর তিনি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডল মারফৎ ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে ধন্যবাদ জানালেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জানিয়েছেন, প্রথমদিন থেকেই আনন্দ তাঁর আছে অনুপ্রেরণা হয়ে রয়েছেন। জানিয়েছেন, আজও যখন দাবা নিয়ে আলোচনা হয়, তখন আনন্দের থেকে অনেককিছু শিখতে পারেন।
গুকেশ লিখেছেন, 'ধন্যবাদ @vishy64theking! একেবারে শুরু থেকে অনুপ্রাণিত করার জন্য। দাবা নিয়ে আলোচনা করার সময় আজও আপনার থেকে অনেককিছু শিখতে পারি।' পাশাপাশি, বিশ্বনাথন আনন্দের সঙ্গে নিজের একটি পুরনো ছবিও শেয়ার করেছেন গুকেশ। এই পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Thanks @vishy64theking ????!
— Gukesh D (@DGukesh) December 16, 2024
Inspiration from the start , joined waca, helped with Gaju and learnt a lot discussing Chess etc pic.twitter.com/vYRxX1YnRB
তবে গুকেশের সামনে আরও অনেক বড় লড়াই অপেক্ষা করছে। কয়েকদিন বিশ্রামে পর ২০২৫ সালে আয়োজিত নরওয়ে দাবা চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করে দেবেন তিনি। এই প্রতিযোগিতায় ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে তাঁকে মহাকাব্যিক লড়াই করতে হবে। আগামী বছর ২৬ মে থেকে ৬ জুন নরওয়ের স্ট্যাভেঞ্জারে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।