শেষ আপডেট: 10th September 2024 13:42
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট ম্যাচের জন্য বিসিসিআই ইতিমধ্যে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেছে। এই সিরিজের হাত ধরেই লাল বলের ক্রিকেটে কামব্যাক করছেন বিরাট কোহলি। বিরাটের সামনে আপাতত একটা বড় রেকর্ড হাতছানি দিচ্ছে। এই সিরিজে ভারতীয় ক্রিকেটের বেশ কয়েকজন মহারথীকে টেক্কা দিতে পারেন।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড আপাতত শচীন তেন্ডুলকরের দখলে রয়েছে। তিনি বাংলাদেশের বিরুদ্ধে সাত টেস্ট ম্যাচের ৯ ইনিংসে মোট ৮২০ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। বাংলাদেশের বিরুদ্ধে সাত টেস্ট ম্য়াচের ১০ ইনিংসে তিনি ৫৬০ রান করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন চেতেশ্বর পূজারা। তিনি পাঁচ টেস্ট ম্যাচের আট ইনিংসে ৪৬৮ রান করেছেন। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। পূজারাকে টেক্কা দিতে হলে বিরাটকে আর ৩২ রান করতে হবে। যদি চেন্নাই টেস্টে বিরাট কোহলি ৩২ রান করতে পারেন, তাহলে এই তালিকায় তিনি তৃতীয় স্থানে উঠে আসবেন।
এছাড়া এই সিরিজে রাহুল দ্রাবিড়কে টেক্কা দেওয়ার সুযোগও বিরাট কোহলির সামনে রয়েছে। এই তালিকায় বিরাট কোহলিকে দ্বিতীয় স্থানে উঠতে হলে আরও ১২৪ রান করতে হবে। এই সিরিজে কিং কোহলি এই মাইলফলক অর্জন করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য বিসিসিআই ইতিমধ্যে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। যদিও দ্বিতীয় টেস্ট ম্যাচে বিরাটকে বিশ্রাম দেওয়া হবে, এমন সম্ভাবনা কিন্তু একেবারে নেই বললেই চলে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে চারটে ইনিংস পাবেন বিরাট কোহলি।
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, যশ দয়াল।