শেষ আপডেট: 14th August 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: দলীপ ট্রফির চার দলে নাম নেই বিরাট কোহলি ও রোহিত শর্মার। তাঁদের সম্পর্কে বলা হয়েছিল, তাঁরা দলীপের মতো ঘরোয়া টুর্নামেন্টে খেলতে পারেন। কিন্তু বুধবার যে চারটি দল হয়েছে, তাতে কোহলি ও রোহিতকে রাখা হয়নি। এমনকী যশপ্রীত বুমরাও খেলবেন না এই টুর্নামেন্ট।
দলীপে অবশ্য ফিরেছেন বোর্ডের ব্যাডবুকে থাকা ঈশান কিশান। যে চারটি দল করা হয়েছে, তাদের অধিনায়ক হলেন যথাক্রমে শুভমন গিল, অভিমন্যু ঈশ্বরণ, ঋতুরাজ গায়কোয়াড ও শ্রেয়স আইয়ার। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল হন শ্রেয়স ও ঈশান।
???? NEWS ????
— BCCI Domestic (@BCCIdomestic) August 14, 2024
Squads for first round of #DuleepTrophy 2024-25 announced
All The Details ???? @IDFCFIRSTBankhttps://t.co/EU0RDel975
ভারতের আন্তর্জাতিক তারকাদের মধ্যে দলীপের চারটি দলে ভাগ করে রয়েছেন কেএল রাহুল, কুলদীপ যাদব, যশস্বী জয়সোয়াল, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থরা। দলীপের দলে নেই অবশ্য রিঙ্কু সিং। আগামী ৫ সেপ্টেম্বর থেকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপের ম্যাচগুলি হবে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা ভেবেই কি রোহিতদের বিশ্রাম দেওয়া হল? সেই নিয়েও কথা উঠছে। কোহলি শেষ দলীপ ট্রফিতে খেলেছেন ২০১২ সালে। আর রোহিত খেলেছেন ২০১৬ সালে।