শেষ আপডেট: 8th October 2024 16:26
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসনের ফলাফল প্রকাশ্যে এসেছে। এই আসন থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন ভারতের প্রাক্তন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত। এই নির্বাচনে ভিনেশ বিশাল ব্যবধানে জয়লাভ করেছন। এই নির্বাচনে আম আদমি পার্টির হয়ে দাঁড়িয়েছিলেন WWE রেসলার কবিতা রানি (কবিতা দালাল)। তিনি মাত্র ১২০০ ভোট পেয়েছেন। এমনকী, তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্স থেকে দেশে ফেরার পরই মল্লিকার্জুন খাড়গের হাত ধরে কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়া। এরপর রাহুল গান্ধীর সঙ্গেও তাঁদের ছবি দেখতে পাওয়া যায়। রাজনীতির ময়দানে তিনি কতটা নিজেকে প্রমাণ করতে পারেন, সেদিকে সকলেরই নজর ছিল।
সম্প্রতি হরিয়ানা কৃষক আন্দোলনের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ভিনেশ ফোগত। সেইসময় তাঁর বিজেপি বিরোধিতা চোখে পড়ার মতো ছিল। এমনকী, ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যখন যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল, সেইসময়ও ভিনেশ দিল্লির যন্তর-মন্তরের বাইরে অনশনে বসেছিলেন। সেকারণে ভিনেশ যে রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন, এমন আঁচ আগেই পাওয়া গিয়েছিল।
অন্যদিকে, এই লড়াইয়ে ভিনেশ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির যোগেশ কুমারকে ৬,০০০-এর বেশি ভোটে পরাস্ত করেন। প্রসঙ্গত, ভিনেশের ঝুলিতে মোট ৬৫,০৮০ ভোট পড়েছে। সেই জায়গায় যোগেশ কুমার পেয়েছেন ৫৯,০৬৫ ভোট। আর সেকারণে ভিনেশ শেষপর্যন্ত ৬,০১৫ ভোটে জয়লাভ করেছে। এই নির্বাচনে ভারতের আরও একজন রেসলার অংশগ্রহণ করেছিলেন। তিনি কবিতা রানি। কিন্তু, মাত্র ১,২৮০ ভোট পাওয়ার কারণে তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
কেন হল জামানত বাজেয়াপ্ত? আসলে বিধানসভা নির্বাচনের নিয়ম অনুসারে, যদি কোনও প্রার্থী মোট ভোটের ১/৬ শতাংশও না পেয়ে থাকেন, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়। জুলানা বিধানসভা আসনে মোট ১,৩৮,৮৭১ ভোট পড়েছে। এই পরিস্থিতিতে প্রত্যেক প্রার্থীকে ১/৬ কিংবা ১৬.৬৬ শতাংশ অর্থাৎ ২৩,১৪৫ ভোট পেতেই হত।
আর এই কারণেই WWE রেসলার কবিতা রানির জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। মোট প্রাপ্ত ভোটের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ন্যাশনাল লোকদলের সুরেন্দ্র লাঠরে। তিনি মাত্র ১০,১৫৮ ভোট পেয়েছেন। তাঁরও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
ভারতীয় রেসলিংয়ে একাধিক পদক জয় করেছেন ভিনেশ। ২০১৯ এবং ২০২২ সালে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালে আয়োজিত কমনওয়েলথ গেমসে তিনি সোনার পদক জিতেছিলেন। ২০১৮ সালে এশিয়ান গেমসে ভিনেশ সোনার পদক জিতলেও ২০১৪ সালে এই টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন।
২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভিনেশ ফোগত ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। ফাইনালে পৌঁছে তিনি রুপোর পদকও কনফার্ম করে ফেলেন। কিন্তু, ফাইনাল ম্য়াচে তাঁকে ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের কারণে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়।