শেষ আপডেট: 4th October 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন রেসলার ভিনেশ ফোগতের বিরুদ্ধে অভিযোগ উঠল যে তিনি নিজের কাকা মহাবীর ফোগতকে একটা ন্যুনতম ধন্যবাদ জানাননি। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভিনেশ দুর্দান্ত পারফরম্য়ান্স করলেও শেষপর্যন্ত ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেননি।
প্রসঙ্গত, ভিনেশ ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠলেও, অন্তিম ম্যাচের আগে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি ছিল। সেকারণে তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়। অলিম্পিক্সের আসর থেকে ছিটকে যাওয়ার পর ভিনেশ তাঁর কোচ, ফিজিও এবং অন্য সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু, এই তালিকায় তাঁর জীবনের প্রথম কোচ মহাবীর ফোগতের নাম ছিল না।
সম্প্রতি মহাবীর ফোগতের মেয়ে তথা দেশের প্রাক্তন রেসলার ববিতা ফোগত একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে তিনি বলেন যে ভিনেশের জীবনে তাঁর বাবার অবদান ঠিক কতখানি। কিন্তু, ভিনেশের মধ্যে সামান্য কৃতজ্ঞতাবোধ নেই।
তিনি বললেন, 'আমি এখনও পর্যন্ত বাবাকে মোট তিনবার কাঁদতে দেখেছি। প্রথমবার, যখন দিদি এবং আমার বিয়ে হয়েছিল। দ্বিতীয়বার, যখন আমার কাকা মারা গিয়েছিলেন। এবং তৃতীয়বার, ভিনেশ যখন অলিম্পিক্সের ফাইনাল থেকে ছিটকে গেল।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমার কাকা যখন মারা গিয়েছিলেন, সেইসময় ভিনেশ আচমকা কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেইসময় আমার বাবা ওর বাড়িতে গিয়েছিল। অনেক বুঝিয়ে-সুঝিয়ে শেষপর্যন্ত আবারও কুস্তির আখড়ায় ফিরিয়ে এনেছিল। ফলে ভিনেশকে তৈরি করতে কতটা পরিশ্রম লেগেছে, সেটা আপনারা খুব ভাল করেই বুঝতে পারছেন। কিন্তু, সেই গুরুকে বাদ দিয়েই বাকি সবাইকে ধন্যবাদ জানাল ভিনেশ।'