শেষ আপডেট: 8th October 2024 17:17
দ্য ওয়াল ব্যুরো: জুলানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগত দুরন্ত জয়লাভ করেছেন। তিনি বিজেপি প্রার্থী যোগেশ কুমারকে ৬,০১৫ ভোটে হারিয়ে দিয়েছেন। বিজেপি প্রার্থী তথা প্রাক্তন পাইলট ক্যাপ্টেন যোগেশ বৈরাগী এই লড়াই কড়া টক্কর দিয়েছিলেন ভিনেশকে।
তবে শেষপর্যন্ত ভারতের এই প্রাক্তন মহিলা কুস্তিগীরের সামনে তিনি দাঁড়াতে পারেননি। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ডিসকোয়ালিফাই হওয়ার পর ভিনেশ কুস্তি থেকে অবসর গ্রহণ করেছেন। এই অবসর গ্রহণের পরই কংগ্রেস দলে তিনি যোগ দেন।
জুলানা নির্বাচনী আসন থেকে জেতার পর কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগত বললেন, 'এই লড়াইটা সেইসকল মহিলা এবং মেয়েদের জন্য যাঁরা লড়াইয়ের রাস্তা বেছে নিয়েছেন। দেশের নাগরিকরা আমাকে যে ভালবাসা দিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। রাজনীতির ময়দানে পা রাখার পর এবার আমি এখানেই থাকব।' ভিনেশের এই মন্তব্য ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে তিনি আর কুস্তির আখড়ায় ফিরবেন না।
গত অগাস্ট মাসে ভিনেশ বলেছিলেন, 'আমার দেশ, আমার গ্রাম এবং আমার পরিবার থেকে যে ভালবাসা পেয়েছি, তা থেকে আমি নতুন করে লড়াইয়ের রসদ সংগ্রহ করেছি। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। আমি আবারও কুস্তির আখড়ায় কামব্যাক করতে পারি।'
প্রসঙ্গত, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভিনেশ ফোগত ৫০ কিলোগ্রাম কুস্তির ক্যাটেগরিতে অংশগ্রহণ করেছিলেন। এই ক্যাটেগরিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করে তিনি ফাইনাল পর্যন্ত রাস্তা মসৃণ করেন। তবে ফাইনালের আগে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি হওয়ার কারণে তাঁকে এই টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল।
গত ১৭ অক্টোবর ভারতে ফেরেন ভিনেশ ফোগত। দেশের মাটিতে পা রাখার পর দিল্লি বিমানবন্দর থেকে বাড়ি পর্যন্ত ভিনেশকে আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা জানানো হয়। এমনকী, খাপ পঞ্চায়েতের পক্ষ থেকে সোনার পদকও দেওয়া হয় ভিনেশকে।
হরিয়ানা বিধানসভা নির্বাচনের লড়াইয়ে ভিনেশ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির যোগেশ কুমারকে ৬,০০০-এর বেশি ভোটে পরাস্ত করেন। প্রসঙ্গত, ভিনেশের ঝুলিতে মোট ৬৫,০৮০ ভোট পড়েছে। সেই জায়গায় যোগেশ কুমার পেয়েছেন ৫৯,০৬৫ ভোট। আর সেকারণে ভিনেশ শেষপর্যন্ত ৬,০১৫ ভোটে জয়লাভ করেছেন। এই নির্বাচনে ভারতের আরও একজন রেসলার অংশগ্রহণ করেছিলেন। তিনি কবিতা রানি। কিন্তু, মাত্র ১,২৮০ ভোট পাওয়ার কারণে তাঁর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।