শেষ আপডেট: 4th September 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো: বুধবার (৪ সেপ্টেম্বর) কংগ্রেসে যোগ দিলেন ভারতের দুই অভিজ্ঞ কুস্তিগীর ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়া। শোনা যাচ্ছে, আগামী মাসে আয়োজিত হরিয়ানা বিধানসভা নির্বাচনে তাঁরা লড়াই করতে পারেন।
আশা করা হচ্ছে, ৩০ বছর বয়সি ভিনেশ জুলানা আসন থেকে লড়াই করতে পারেন। বর্তমানে এই আসনটি জননায়ক জনতা পার্টির নেতা অমরজিত ধান্দার দখলে রয়েছে। কিন্তু, বজরংকে কোন আসনের টিকিট দেওয়া হবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও উল্লেখ পাওয়া যায়নি।
বুধবার বিকেলে ভারতের এই দুই কুস্তিগীর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন।
ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়ার কংগ্রেসে যোগদান বেশ কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ দুজনকেই নির্বাচনী প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, আম আদমি পার্টির সঙ্গে আসন ভাগাভাগির জল্পনাও আপাতত তুঙ্গে রয়েছে।
আশা করা হচ্ছে, ভারতের এই দুই হাই প্রোফাইল অ্যাথলিট কংগ্রেসের আসন আরও মজবুত করতে পারবে।
প্রসঙ্গত, ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগত। কিন্তু, ফাইনাল ম্যাচে খেলতে নামার আগে তাঁকে অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে 'অযোগ্য' ঘোষণা করা হয়। ফাইনাল ম্যাচের আগে ভিনেশের ওজন ১০০ গ্রাম বেশি হওয়ার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এরপর ভিনেশ বিশেষ আদালতে রুপোর পদকের জন্য আবেদনও করেছিলেন। কিন্তু, তাঁর সেই আবেদনে সাড়া দেওয়া হয়নি। শেষপর্যন্ত খালি হাতেই তাঁকে দেশে ফিরতে হয়।