শেষ আপডেট: 9th August 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ দেখা দেখতে পেলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে জনপ্রিয় নেতার বহুদিনের সখ্য ছিল। দু’জনে দেখা হলে রাজনীতি নয়, বরং আলোচনায় প্রাধান্য পেত ক্রিকেটই। সৌরভ নিজেও দ্য ওয়াল-এ কলাম লিখতে গিয়ে লিখেছেন, বুদ্ধবাবু আমাকে পুত্রস্নেহ করতেন। তিনি আমার সব খোঁজ রাখতেন।
সেই মানুষটিকে শেষবারের জন্য দেখতে পেলেন না সৌরভ। তিনি গত বৃহস্পতিবার শহরে ছিলেন না। স্পনসরের কাজে গিয়েছিলেন মুম্বইতে। শুক্রবার দুপুরে বিমানবন্দরে পৌঁছে বাড়ি না গিয়ে সোজা চলে যান এনআরএস হাসপাতালে। যেখানে বিকাল চারটার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহদান করা হয়।
সৌরভ চেয়েছিলেন শেষবারের জন্য বুদ্ধবাবুকে দেখবেন। কিন্তু হাসপাতালের সামনে জনস্রোত থাকায় শেষমেশ গাড়ি থেকে নামতেই পারেননি মহারাজ। যাঁকে ১৯৯৬ সালে লর্ডস টেস্টে অভিষেকেই সেঞ্চুরি করার পরে সরকারের তরফে নাগরিক সংবর্ধনা জানানো হয়। এমনকী বিভিন্ন অনুষ্ঠানে প্রয়াত নেতার সঙ্গে কথাও হয়েছে। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর অনুষ্ঠানেও তাঁর সঙ্গে কথা হয়েছিল। সেখানে হাজির ছিলেন লতা মঙ্গেশকরও।
সৌরভ এদিন আক্ষেপের সঙ্গে জানান, বুদ্ধবাবুকে শেষবারের মতো দেখতে পেলাম না, খারাপ লাগছে। উনি আমাকে খুবই স্নেহ করতেন। কিন্তু হাসপাতাল চত্বরের সামনে এত ভিড় হয়েছিল যে, গাড়ি থেকে নামতেই পারিনি। পুলিশও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল।