শেষ আপডেট: 5th January 2025 13:07
দ্য ওয়াল ব্যুরো : সানিয়া মির্জা। ভারতীয় টেনিস দুনিয়ার স্টার আইকন। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু, তাঁদের বৈবাহিক জীবন একেবারে সুখের হয়নি। গত বছরই শোয়েব এবং সানিয়ার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। যদিও তাঁদের প্রেমের গল্প আজও অনেকের কাছে অজানা।
সানিয়া মির্জা ভারতের টেনিস তারকা। অন্যদিকে, পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। কিন্তু, কীভাবে তাঁরা একে-অপরের প্রেমে পড়লেন। বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই সন্দেহের প্রশ্ন উঠতে শুরু করেছে। আসুন, সেই অজানা গল্প নিয়েই আজ আলোচনা করা যাক।
সূত্রের খবর, অস্ট্রেলিয়ার হোবার্টে শোয়েব মালিকের সঙ্গে প্রথমবার দেখা হয় সানিয়া মির্জার। একটি ইন্টারভিউয়ে সানিয়া বলেছিলেন, প্রথমদিকে তাঁর মনে হয়েছিল যে এটা নেহাতই ভাগ্যের পরিহাস। একটা ফাঁকা রেস্তোরাঁয় তাঁরা দেখা করেছিলেন। ভর সন্ধ্যাবেলাতেও তেমন ভিড় ছিল না। এমন দৃশ্য় দেখে খানিকটা চমকেই গিয়েছিলেন তিনি। কিন্তু, পরে সানিয়া জানতে পারেন যে গোটা বিষয়টাই শোয়েবের পূর্ব পরিকল্পিত ছিল। ২০১৯ সালে ইন্ডিয়া টুডে'কে দেওয়া একটি ইন্টারভিউয়ে সানিয়া মজার ছলে বলেছিলেন, 'যে বিষয়টা আমি নেহাতই ভাগ্যের পরিহাস বলে মনে করছিলাম, সেটা আসলে শোয়েবের ফুলপ্রুফ প্ল্যান ছিল। ও খুব ভাল করেই জানত, আমি ওই রেস্তোরাঁয় যাব।'
যাইহোক, ২০১০ সালের ১২ এপ্রিল সানিয়া এবং শোয়েব হায়দরাবাদে বিয়ে করেন। এরপর পাকিস্তানের শিয়ালকোটে একটি রিসেপশনের আয়োজন করা হয়। এই বিয়ের অনুষ্ঠানটি ভারত এবং পাকিস্তান দুই দেশেই আলোচনার কেন্দ্রে ছিল। ২০১৮ সালে সানিয়ার কোল আলো করে ইজহান জন্ম নেয়। কিন্তু, এরপর থেকেই শোয়েব এবং সানিয়ার সম্পর্কে চিড় ধরতে শুরু করে।