শেষ আপডেট: 2nd January 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো : দিন দিন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিজ্ঞান প্রযুক্তির 'অভিশাপে' বিপর্যস্ত হয়ে উঠছে জনজীবন। ক্ষণস্থায়ী আনন্দের কারণে এমন এমন ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে, যা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে বিতর্কের ঝড়।
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি এবং ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা বিয়ে করেছেন। প্রথম ঝলকে ছবিটা দেখলে অবশ্যই ভিরমি খেতে হবে। কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যায়, ছবিটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই ছবি দেখে কিছু মানুষ যেমন আনন্দ পাচ্ছেন, তেমনই দেশের তারকা খেলোয়াড়দের নিয়ে মজা করার জন্য সমালোচনার ঝড় বইতেও শুরু করেছে।
তবে এটাই প্রথমবার নয়। এর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন দেশের এই দুই তারকা খেলোয়াড়। ২০২৪ সালের জুন মাসে তো এমনও রটেছিল যে সানিয়া এবং সামি নাকি বিয়েও করে ফেলেছেন। যদিও সানিয়ার বাবা ইমরান মির্জা গোটা ঘটনাটিকে 'গুঞ্জন' বলে উড়িয়ে দেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে টেনিসকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু, সেই সম্পর্কও ভেঙে গিয়েছে। আপাতত ছেলে ইজহান মালিক মির্জাকে নিয়েই থাকেন তিনি।
অন্যদিকে, মহম্মদ সামির বৈবাহিক জীবনও খুব একটা সুখের হয়নি। ২০১৮ সাল থেকে সামির সঙ্গে আর ঘর সংসার করেননি হাসিন জাহান। টিম ইন্ডিয়ার এই তারকা পেসারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন হাসিন। এরমধ্যে ছিল পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে গড়াপেটার অভিযোগও। তবে একটাও অভিযোগ ধোপে টেকেনি। এরপর থেকেই তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। যদিও তাঁদের বিবাহবিচ্ছেদ এখনও পর্যন্ত হয়নি।