শেষ আপডেট: 22nd October 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন রেসলার তথা রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী মালিক সম্প্রতি ভিনেশের ফোগতের জন্য সমবেদনা প্রকাশ করলেন। প্রসঙ্গত, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে অতিরিক্ত ওজনের কারণে ফাইনালের ঠিক আগে ভিনেশের যোগ্যতা কেড়ে নেওয়া হয়। তবে ভিনেশের প্রতি সমব্যথী হলেও, বিশ্ব রেসলিংয়ের নিয়মকে অস্বীকার করতে নারাজ তিনি।
সোমবার আজতক-কে দেওয়া একটি স্পেশাল ইন্টারভিউয়ে সাক্ষী স্পষ্ট জানালেন, প্রতিটা খেলায় নিয়মের প্রতি স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তিনি মনে করেন যে ভিনেশের ডিসকোয়ালিফিকেশন অত্যন্ত দুঃখজনক। তবে এরমধ্যে রাজনীতির কোনও গন্ধ নেই।
প্যারিস অলিম্পিক্সের পর সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগতকে বেশ কয়েকবার একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। শুধুমাত্র তাঁরা যে একই খেলার সঙ্গে যুক্ত এমনটা নয়, ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষন সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রতিবাদে তাঁরা কাঁধে কাঁধ মিলিয়েছিলেন। আজতক-কে দেওয়া ওই ইন্টারভিউয়ে সাক্ষী মূলত তাঁর নতুন আত্মজীবনী 'উইটনেস' নিয়েই কথা বলেন। এই বইয়ে সাক্ষী তাঁর রেসলিং জীবনের বিভিন্ন অধ্যায়ের কথা তুলে ধরেছেন। এরইমধ্যে প্রতিবাদ এবং অলিম্পিক সাফল্যের ব্যাপারেও লিখেছেন তিনি।
সাক্ষী বললেন, 'আমরা প্রতিবাদ করেছিলাম। ভিনেশ মানসিকভাবে নিজেকে অলিম্পিক্সের জন্য প্রস্তুত করেছিল এবং নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে চেয়েছিল। বজরং ইতিমধ্যে অলিম্পিক্স পদক জয় করেছে। আমারও একটা অলিম্পিক্স পদক রয়েছে। ভিনেশ নিজের স্বপ্ন জলাঞ্জলি দেয় এবং প্রতিবাদে সামিল হয়। ও নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে চেয়েছিল। ফাইনালে উঠে সেটা প্রমাণও করে। ও নিজের ওজন ক্যাটেগরির থেকে কিছুটা কম ওজনের ক্যাটেগরিতে লড়াই করেছিল। আমি জানি, এটা ওর কাছে কতটা কঠিন ছিল। মাত্র ১০০ গ্রামই পার্থক্য গড়ে দিল।'