শেষ আপডেট: 14th January 2025 17:21
দ্য ওয়াল ব্যুরো : টেনিস কোর্টে ব়্যাকেট ভাঙার ঘটনা একেবারেই নতুন নয়। কিন্তু, রাগের মাথায় কোনও টেনিস তারকা ক্যামেরা ভেঙে ফেলছেন, এমন দৃশ্য একেবারেই বিরল। রড লেভার অ্যারেনায় সেই কাজটাই করলেন রাশিয়ার টেনিস তারকা দানিল মেদভেদেভ। অস্ট্রেলিয়ান ওপেনে মেদভেদেভ এতটাই রেগে গিয়েছিলেন, আর কোনও হিতাহিত জ্ঞান তিনি দেখাতে পারেননি।
কী হয়েছিল ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে কাসিদিত সামরেজের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন টুর্নামেন্টের পঞ্চম বাছাই মেদভেদেভ। প্রথম সেটে রাশিয়ার এই টেনিস তারকা জয়লাভ করলেও, দ্বিতীয় সেট নিজের পকেটে পুরে নেন থ্যাইল্যান্ডের অখ্যাত এই খেলোয়াড়। প্রসঙ্গত, সামরেজ এই প্রথমবার গ্র্যান্ড স্লাম খেলতে নেমেছেন। তৃতীয় সেটেও যখন তিনি একেবারে জয়ের মুখে দাঁড়িয়ে রয়েছেন, ঠিক সেইসময়ই মেজাজ হারালেন মেদভেদেভ।
তখন তৃতীয় সেটের শেষ গেমটা চলছিল। মেদভেদেভ পিছিয়ে ছিলেন ১৫-৪০ পয়েন্টের ব্যবধানে। এমন মোক্ষম সময়ে সামরেজের একটি শট নেটে লেগে গতিপথ বদলে ফেলে। পাশাপাশি বল ধাওয়া করতে গিয়ে মেদভেদেভ নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। কোনওমতে সেই শট ফেরালেও সামরেজের ফিরতি উইনারে অস্ট্রেলিয়ান ওপেনের তিনবারের রানার্সআপ মেদভেদেভ পরাস্ত হন।
এরপরই তিনি নিজের পারফরম্যান্স নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। নিজের ব়্যাকেট দিয়ে নেটে লাগানো ক্যামেরায় পরপর ৫ বার আঘাত করেন। এতে তাঁর ব়্যাকেট তো ভেঙেই যায়, ক্যামেরাটিরও পঞ্চত্বপ্রাপ্তি ঘটে। যদিও এই ঘটনার পর মেদভেদেভ রীতিমতো লজ্জিত হয়ে পড়েন। তিনি বলেন, 'দ্বিতীয় এবং তৃতীয় সেটে আমি বল স্পর্শই করতে পারছিলাম না। বুঝতে পারছিলাম না, কী করব।'