শেষ আপডেট: 5th November 2024 19:40
দ্য ওয়াল ব্যুরো: খেলাধুলোর জগতে ফের অনন্য নজির কায়েম করল বাংলা। বিশ্ব তাইকোন্ডোর লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন রুমা রায়চৌধুরি। ভারতীয় তাইকোন্ডো দলের প্রাক্তন সদস্য তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।
প্রসঙ্গত, বিশ্ব তাইকোন্ডোয় পুমসে কোচিংয়ের যোগ্যতা অর্জন করলেন রুমা রায়চৌধুরি। মাস্টার রুমা ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ যিনি আন্তর্জাতিক কমিটি স্বীকৃত প্রিভেন্টিং কম্পিটিশন ম্যানুপুলেশন কোর্স করেছেন।
এই ব্যাপারে তাইকোন্ডো গ্র্যান্ডমাস্টার প্রদীপ্ত কুমার রায় বললেন, 'ভারতীয় ক্রীড়াজগতে এটা সত্যিই একটা ইতিহাস কায়েম করল। সিঙ্গাপুরে আয়োজিত ২০২৪ বিশ্ব তাইকোন্ডো ভার্চুয়াল চ্যাম্পিয়নশিপে আমি এবং মাস্টার রুমা রায়চৌধুরি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব। ২০২৫ অলিম্পিক্স ই-স্পোর্টস গেমসে অংশগ্রহণ করার জন্য এই প্রতিযোগিতার মাধ্যমেই যোগ্যতা অর্জন করা যায়।'
উল্লেখ্য, ফুটবলের পর গোটা বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা হল তাইকোন্ডো। আর বিশ্ব তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে এই প্রথম কোনও দম্পতি একসঙ্গে অংশগ্রহণ করতে চলেছে। তাইকোন্ডো ইতিহাসে এমন ঘটনা এই প্রথমবার ঘটেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্ব তাইকোন্ডো ফেডারেশন ব়্যাঙ্কিং টুর্নামেন্টে প্রথম মহিলা প্রতিযোগী হিসেবে মাস্টার রুমা রায়চৌধুরি সোনার পদক জয় করেছেন।