শেষ আপডেট: 20th November 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: অবসর গ্রহণ করলেন স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল। ডেভিস কাপ থেকে স্পেন ছিটকে যেতেই বিদায় নিলেন রাফা। কেরিয়ারের শেষ ম্যাচে তাঁকে হারতে হয়েছে।
৩৮ বছর বয়সি নাদাল তাঁর বর্ণাঢ্য টেনিস কেরিয়ারে দাঁড়ি টানলেন। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল স্পেন। কিন্তু, কেরিয়ারের অন্তিম ম্যাচটা জিততে পারলেন না নাদাল।
ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে তিনি বোটিক ভ্যান ডি জেশ্চাল্পের বিরুদ্ধে পরাস্ত হন। ম্যাচের ফলাফল ৬-৪, ৬-৪। প্যারিস অলিম্পিক্সে নোভাক জোকোভিচের কাছে হারের পর নাদাল এই প্রথমবার কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন। কিন্তু, বিদায়ী ম্যাচটা জিতে তিনি স্মরণীয় করতে পারলেন না।
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে পুরুষদের সিঙ্গলস বিভাগে দ্বিতীয় রাউন্ডে রাফায়েল নাদাল সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন। পাশাপাশি ডাবলসে তিনি কার্লেস আলকারেজের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। কিন্তু, সেখানেও তিনি কোয়ার্টার ফাইনালে পরাস্ত হন।
ডেভিস কাপে পরাজয়ের পর ফেয়ারওয়েল স্পিচ দেন রাফায়েল নাদাল। কথা বলতে গিয়ে তাঁর গলা ভারী হয়ে আসে। এমনকী, ছলছল করে চোখও। প্রসঙ্গত, নাদালের ঝুলিতে মোট ২২টি গ্র্যান্ড স্লাম খেতাব রয়েছে। তিনি স্বীকার করেন যে ডেভিস কাপে প্রথম ম্যাচটা তিনি হেরে গিয়েছিলেন। আর শেষ ম্যাচেও সেই পরাজয়ই তাঁর সঙ্গী হল।
৩৮ বছর বয়সি রাফায়েল নাদাল টেনিস বিশ্বের কিংবদন্তি তারকাদের মধ্যে একজন। নোভাক জোকোভিচের পর সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড তাঁর দখলেই রয়েছে। জোকোভিচের ঝুলিতে ২৪ গ্র্যান্ড স্লাম খেতাব রয়েছে। আর নাদালের কাছে ২২টা।
এই ২২টি খেতাবের মধ্যে রয়েছে ১৪টি ফরাসি ওপেনের খেতাব। এর পাশাপাশি তিনি চারবার যুক্তরাষ্ট্র ওপেনের খেতাবও জয় করেছেন। পাশাপাশি উইম্বলডন এবং অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব তিনি দু'বার করে জয় করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ, ২০০৮ সালে আয়োজিত অলিম্পিক টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলস ক্যাটেগরিতে তিনি সোনার পদক জয় করেন।