শেষ আপডেট: 10th October 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক টেনিসে বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক যুগের অবসান হল। টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল। এই খবর প্রকাশ্যে আসতেই টেনিসপ্রেমীরা হতাশ হয়ে পড়েছেন। ২২ বার গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জানিয়েছেন, এটাই তাঁর কেরিয়ারের শেষ মরশুম হতে চলেছে।
বছর চারেক আগে আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানিয়েছিলেন সুইজারল্যান্ডের কিংবদন্তী খেলোয়াড় রজার ফেডেরার। এবার নাদালও অবসরের কথা ঘোষণা করলেন। ফেডেরার ২০ বার গ্র্যান্ড স্লাম খেতাব জয় করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নাদাল।
২৪ - নোভাক জোকোভিচ
২২ - রাফায়েল নাদাল
২০ - রজার ফেডেরার
১৪ - পিট সাম্প্রাস
১২ - রয় এমারসন
সর্বাধিক গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ। তিনি এখনও পর্যন্ত মোট ২৪ বার গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হয়েছেন। ৩৮ বছর বয়সি নাদাল একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। সেখানেই রিটায়ারমেন্টের কথা ঘোষণা করেন তিনি।
নাদাল জানিয়েছেন, চলতি বছর নভেম্বর মাসে আয়োজিত ডেভিস কাপ ফাইনালসে তিনি খেলতে নামবেন। এই টুর্নামেন্টে তিনি নিজের দেশ স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৯ নভেম্বর থেকে স্পেনের মালাগায় এবার ডেভিস কাপ ফাইনালসের আসর বসবে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাদাল নিজের অবসরের কথা ঘোষণা করেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে নিজের বর্তমান সমস্যা এবং শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।
View this post on Instagram
নাদাল বললেন, 'ডেভিস কাপ ফাইনালসই আমার কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে চলেছে। সেকারণে আমি যথেষ্ট উৎসাহিত। এই টুর্নামেন্টে আমি দেশের হয়ে খেলতে নামব। আমি মনে করি, প্রথম জয়ের আনন্দের পর আমার কেরিয়ার বৃত্ত সম্পূর্ণ হয়েছে। এবার আমি শেষ ধাপে এসে দাঁড়িয়েছি। ২০০৪ ডেভিস কাপ ফাইনালের হাত ধরে আমার কেরিয়ার শুরু হয়েছিল। জীবনে এতকিছু পেয়েছি যে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করি।'
২০২৪ প্যারিস অলিম্পিক্সের পর থেকে রাফায়েল নাদালকে আর টেনিস কোর্টে দেখতে পাওয়া যায়নি। এই টুর্নামেন্টে সিঙ্গলস ইভেন্টে জোকোভিচের কাছে হেরে গিয়েছিলেন তিনি। যদিও ডাবলসে তিনি কার্লেস আলকারেজের সঙ্গে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন।